জ্বরতী তঞ্চঙ্গ্যা

জ্বরতি তঞ্চঙ্গ্যা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার রাজনীতিবিদ যিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি রাঙ্গামাটি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা।[১]

প্রাথমিক জীবন সম্পাদনা

তঞ্চঙ্গ্যা রাঙ্গামাটির বিলাইছড়িতে জন্ম নেন। তার পিতা পদ্ম মুনি তঞ্চঙ্গ্যা এবং মাতা গুয়ামালা তঞ্চঙ্গ্যা। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান তার ছোট বোন।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

তঞ্চঙ্গ্যা রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।[৩] ২০২৪ সালের ১৫ ফেব্রয়ারি তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান আসন থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে জ্বরতী মনোনয়ন লাভ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তৃণমূল থেকে হঠাৎ সংসদে, কে এই জ্বরতী?"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  2. "ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক থেকে সংসদে জ্বরতী তঞ্চঙ্গ্যা" 
  3. "পাহাড় থেকে জ্বরতী তঞ্চঙ্গ্যা হচ্ছেন সংরক্ষিত আসনের এমপি"banglanews24.com। ২০২৪-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  4. "আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন রাঙামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যা"ctgpratidin.com। ২০২৪-০২-১৪T২১:৫৯:৪৫+০৬:০০। সংগ্রহের তারিখ 2024-02-24  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)