জোসেফিন ম্যাকালিস্টার ব্রিউ

জোসেফিন ম্যাকালিস্টার ব্রিউ (১৮ ফেব্রুয়ারি ১৯০৪–৩০ মে ১৯৫৭) ছিলেন একজন ব্রিটিশ শিক্ষাবিদ এবং যুবকর্মী।[১] সামাজিক শিক্ষার বাহক হিসাবে তিনি দলগত সমাজকর্মের অন্যতম পথিকৃৎ ছিলেন।[২][৩]

জীবন ও কাজ সম্পাদনা

 
নিউপোর্টের সেন্ট উলোস স্কুল, যেখানে জোসেফিন ম্যাকালিস্টার ব্রু ছোটবেলায় পড়াশোনা করেছিলেন। [৪]

জোসেফিন ম্যাকালিস্টার ব্রিউ জন্মগ্রহণ করেছিলেন ওয়ালেসের লেনেলিতে। তিনি ছিলেন বুট ও জুতো ব্যবসায়ী ফ্রেডরিক চার্লস ব্রিউয়ের কন্যা। তিনি অ্যাবেরিস্টউইথের ওয়ালেস বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন এবং ১৯২৫ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তারপরে তিনি ডরসেটের শেফট্সবারি বালিকা উচ্চবিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক হয়েছিলেন। ডক্টর অফ ল' অধ্যয়নের জন্য ১৯৩২ সালে তিনি কার্ডিফে গিয়েছিলেন।[৫][৬]

ব্রিউ ১৯৫৬ সালে দু'বছর আগে শুরু করা ডিউক অফ এডিনবরা পুরস্কার প্রকল্পের অংশ পাইলট গার্লস অ্যাওয়ার্ড (১৯৫৮ সালে প্রবর্তিত) তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলন।[৫][৭]

মৃত্যু ও উত্তরসূরি সম্পাদনা

জোসেফিন ম্যাকালিস্টার ব্রিউ ১৯৫৭ সালের ৩০ মে এসেক্সের উডফোর্ড গ্রিনে মৃত্যুবরণ করেছিলেন। ৩রা জুনে লন্ডনের ক্রেমাটোরিয়ামে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।[৮]

নেচার ম্যাগাজিনে একটি শোকগাঁথাতে জন ওলফেন্ডেন লিখেছিলেন যে-

এমন লোক খুব কমই আছে যারা ব্রিউয়ের মতো এত পরিপূর্ণভাবে, এত কার্যকররূপে ও সেবামূলকভাবে জীবন-যাপন করেছেন।[৯] তিনি এমন এক ব্যক্তি হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন যিনি শত শত পাগলাটে চঞ্চল বাচ্চাদের প্রতি কখনো তার তীব্র স্নেহ হারাননি।

ডেম আইসোবেল ক্রিপস ব্রিউকে একটি 'গঠনমূলক শক্তি' হিসাবে বর্ণনা করেছিলেন। তার মতে-

তিনি আমাদের সকলের কাছে মহান উপহার, তিনি আমাদের জাতিসূত্রে এমন কিছু তৈরি করেছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বেচেঁ থাকবে।[১০]

১৯৫৭ সালের ১৩ জুন কুইন্স বার্থডে অনার্সের অংশ হিসাবে তাকে সিবিই পদবীতে ভূষিত করা হয়েছিল।[১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dr. Josephine Brew"The Times। ৩১ মে ১৯৫৭। পৃষ্ঠা 12। 
  2. Batsleer, J. (২০১৩)। "Youth Work, Social Education, Democratic Practice and the challenge of difference: A contribution to debate" (পিডিএফ): 287–306। ডিওআই:10.1080/03054985.2013.803960 – Manchester Metropolitan University e-space-এর মাধ্যমে। 
  3. "Education, Informal | Encyclopedia.com"www.encyclopedia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৯ 
  4. Mary Winifred, Brew (১৯০৯)। "National School Admission Registers & Log-Books 1870-1914"Find My Past 
  5. Smith, Mark K.। "Josephine Macalister Brew, youth work and informal education"Infed.org 
  6. "Avon Tyrell"The Times। ২০ সেপ্টেম্বর ১৯৪৪। পৃষ্ঠা 5। 
  7. Burke, Tim (২০০৪)। "RESOURCES: CLASSIC TEXT REVISITED... YOUTH & YOUTH GROUPS J. MACALISTER BREW, 1957."Children & Young People Now 
  8. "Deaths"The Times। ১ জুন ১৯৫৭। পৃষ্ঠা 1। 
  9. Wolfenden, John (১৩ জুলাই ১৯৫৭)। "Obituary: Dr. Josephine Macalister Brew, C.B.E." (পিডিএফ): 68। ডিওআই:10.1038/180068a0 
  10. "Dr. J. Macalister Brew"The Times। ৭ জুন ১৯৫৭। পৃষ্ঠা 17। 
  11. "The Birthday Honours"The Times। ১৩ জুন ১৯৫৭। পৃষ্ঠা 14। 

বহিঃসংযোগ সম্পাদনা