জোড়াদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
জোড়াদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেয়েছিল। ১৮৯৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১]
জোড়াদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় জোড়াদহ হাই স্কুল | |
---|---|
ঠিকানা | |
লালন শাহ রোড জোড়াদহ, জোড়াদহ ইউনিয়ন, হরিণাকুন্ডু উপজেলা | |
স্থানাঙ্ক | ২৩°৪৩′০০″ উত্তর ৮৯°০৪′০৭″ পূর্ব / ২৩.৭১৬৭২৩° উত্তর ৮৯.০৬৮৪৯২° পূর্ব |
তথ্য | |
অন্য নাম | জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় |
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৮[১] |
প্রতিষ্ঠাতা | জেমস্ উইলিয়াম শেরিফ |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড[২] |
বিদ্যালয় জেলা | ঝিনাইদহ জেলা |
ইআইআইএন | ১১৬৩৯৪ |
লিঙ্গ | বালক–বালিকা |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
ওয়েবসাইট | joradahasecondaryschool |
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামে অবস্থিত। নিকটবর্তী হরিণাকুন্ডু শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ৮.৭ কিলোমিটার ও ঝিনাইদহ শহর থেকে দুরত্ব ২৬ কিলোমিটার।
ইতিহাস
সম্পাদনাব্রিটিশ আমলের বৃহত্তর যশোর জেলার ঝিনাইদহ মহকুমার একজন নীলকর কর্তা ছিলেন জেমস্ উইলিয়াম শেরিফ। তিনি তার নিজের এলাকায় ১৮৯৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পেয়েছিল।[৩]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাবিদ্যালযটি মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে রয়েছে।[২] ৯ম-১০ম শ্রেণীতে ০৩টি বিভাগ রয়েছে, এগুলো হলো-
- বিজ্ঞান বিভাগ
- মানবিক বিভাগ
- বানিজ্য বিভাগ
চিত্রশালা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়"। সহপাঠী। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।
- ↑ ক খ "জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় – ১১৬৩৯৪"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।
- ↑ ঝিনাইদহ প্রতিনিধি (২০২২-০৫-০৬)। "জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৬।