জৈন্তিয়া পাহাড় জেলা
ভারতের মেঘালয় রাজ্যের একটি সাবেক প্রশাসনিক অঞ্চল।
জৈন্তিয়া পাহাড় জেলা হল ভারতের মেঘালয় রাজ্যের একটি সাবেক প্রশাসনিক অঞ্চল।[১]
বিস্তারিত
সম্পাদনাএ জেলা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালে। পরবর্তীতে ২০১২ সালে জৈন্তিয়া পাহাড় জেলা ভেঙে পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা ও পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা নামে দুটি জেলা গঠন করা হয়। জেলাটির সদর দপ্তর ছিল জাওয়াই যা বর্তমানে পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার সদর দপ্তর। অতীতে এ জেলা জৈন্তিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Jaintia Hills in a nutshell - The Shillong Times (প্রতিবেদন প্রকাশের তারিখ: ১৬ মার্চ, ২০১৫)"। ৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭।