জেলা-ব্র্যান্ডিংয়ের আওতায় সেই সম্ভাবনাময় পণ্য বা শিল্পকে জেলার ব্র্যান্ড করা সম্ভব হলে এ-শিল্পের বিকাশের মাধ্যমে সেই জেলা তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। যেমন, লক্ষ্মীপুর জেলার একটি অত্যন্ত সম্ভাবনাময় পণ্য হলো-সয়াবিন। জেলা-ব্র্যান্ডিংয়ের আওতায় সয়াবিনকে ব্র্যান্ড করা সম্ভব হলে তা এ-শিল্পের বিকাশের মাধ্যমে লক্ষ্মীপুর তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।[১][২]

জেলা ব্র্যান্ডিং এর তালিকা সম্পাদনা

  • ময়মনসিংহ : "শিল্প-সংস্কৃতির নগরী, ময়মনসিংহ"
  • ফরিদপুরঃ "সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর"
  • মাগুরাঃ "মোহনীয় মাগুরা"
  • চট্টগ্রামঃ "সাগর, বাণিজ্য, সৌন্দর্য"
  • গাজীপুরঃ "সবুজে শিল্পে ভরপুর, ঐতিহ্যের গাজীপুর”
  • লক্ষ্মীপুরঃ "সয়াল্যান্ড"
  • খুলনাঃ "বাঘের গর্জন, সমৃদ্ধি অর্জন"
  • কুমিল্লাঃ "ঐতিহ্যে, গৌরবে"
  • বরিশালঃ "ধান-নদী-খাল, এই তিনে বরিশাল"
  • বাগেরহাটঃ "সুন্দরবনের প্রবেশদ্বার"
  • পাবনাঃ "একুশের চেতনায় আলোকিত পাবনা"
  • সুনামগঞ্জঃ "হাওরকন্যা সুনামগঞ্জ"
  • নাটোরঃ "রাজসিক নাটোর"
  • নোয়াখালীঃ "নিঝুম দ্বীপের দেশ"
  • হবিগঞ্জঃ "হাওর-বাঁওড়-পাহাড়-পর্যটনে হবিগঞ্জ"
  • শেরপুরঃ "পর্যটনের আনন্দে, তুলসীমালার সুগন্ধে"
  • মুজিবনগরঃ "মুজিবনগর ৭১, গৌরবদীপ্ত মেহেরপুর"
  • গোপালগঞ্জঃ "এক আঙ্গুলের নির্দেশ-স্বাধীন হলো বাংলাদেশ"
  • লালমনিরহাটঃ "ভূট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর"
  • গাইবান্ধাঃ "স্বাদে ভরা রসমঞ্জরীর ঘ্রান, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ"
  • নেত্রকোণাঃ "নৈসর্গিক নেত্রকোণা"
  • সাতক্ষীরাঃ "সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন"
  • রংপুরঃ "বাংলার নারীদের মর্যাদা ও নব জাগরণের বিপ্লব, বিজয়ী নেত্রী বেগম রোকেয়া রংপুর তথা জাতির গৌরব"
  • রাজশাহীঃ "সিল্ক হেভেন রাজশাহী"
  • জামালপুরঃ "জামালপুরের নকশিকাঁথা, বাংলাদেশের গর্বগাথা"
  • সিলেটঃ "প্রকৃতি কন্যা সিলেট"
  • চাঁদপুরঃ "ইলিশের বাড়ি চাঁদপুর"
  • ব্রাহ্মণবাড়িয়াঃ "মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতির রাজধানী"
  • রাজবাড়ী : "পদ্মা কন্যা রাজবাড়ী "
  • বরগুনা : " সৈকত সৌন্দর্যের বরগুনা "
  • পটুয়াখালী : " কুয়াকাটা অন্যন্যা , পটুয়াখালী সাগরকন্যা "
  • ঝালকাঠি : " পেয়ারা আর শীতলপাটি এই নিয়ে ঝালকাঠি "
  • পিরোজপুর : " মাল্টার সুবর্ণ ভূমি পিরোজপুর "
  • ভোলা : " Island of Bengal "

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সয়াবিনের লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর জেলা | Lakshmipur District" (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২২ 
  2. jugantor.com। "ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে জেলা ব্র্যান্ডিং | বাংলার মুখ | Jugantor"jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]