জেমস স্ট্রুডউইক স্মিথ

মার্কিন রাজনীতিবিদ

জেমস স্ট্রুডউইক স্মিথ (৮ সেপ্টেম্বর, ১৭৮৭ – ৭ ডিসেম্বর, ১৮৫২) ছিলেন উত্তর ক্যারোলাইনার একজন কংগ্রেসনাল প্রতিনিধি। তিনি হিলসবোরো, নর্থ ক্যারোলাইনায় জন্মগ্রহন করেন ৮ সেপ্টেম্বর, ১৭৮৭ সালে। তিনি হিলসবোরো একাডেমির কাছে একটি বেসরকারী স্কুলে পড়াশোনা করেছেন। তারপর ১৮১৮ সালে জেফারসন মেডিকেল কলেজ, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া থেকে স্নাতক হন। তারপর প্রথমে হিলসবোরো এবং পরবর্তীতে উত্তর ক্যারোলিনার চ্যাপেল হিলের কাছে চিকিৎসা অনুশীলন করেন। তিনি পঞ্চদশ এবং ষোড়শ কংগ্রেসে ডেমোক্রেটিক-রিপাবলিকান হিসেবে নির্বাচিত হন এবং ৪ মার্চ, ১৮১৭ - ৩ মার্চ, ১৮২১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৮২১ এবং ১৮২২ সালে স্টেট হাউস অফ কমন্সের সদস্য ছিলেন। তিনি ১৮৩৫ সালে রাষ্ট্রীয় সাংবিধানিক কনভেনশনে প্রতিনিধি ছিলেন।

তিনি ৭ ডিসেম্বর ১৮৫২ সালে চ্যাপেল হিল, এনসি তে অবস্থিত তার খামার বাড়ীতে মারা যান।[১]

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা