জেমস করডেন
জেমস কিম্বার্লি করডেন, ওবিই (ইংরেজি: James Kimberley Corden;[১] জন্ম: ২২ আগস্ট ১৯৭৮)[২] হলেন একজন ইংরেজ অভিনেতা, লেখক, প্রযোজক, কৌতুকাভিনেতা, টেলিভিশন উপস্থাপক এবং গায়ক। তিনি সিবিএস চ্যানেলের আলাপচারিতা অনুষ্ঠান দ্য লেট লেট শো উইথ জেমস করডেন উপস্থাপনা করেন। ২০১০ সাল থেকে তিনি স্কাই ওয়ান চ্যানেলের আ লিগ অব দেয়ার ওন অনুষ্ঠান সঞ্চালনা করছেন। ২০১৬ সালে তিনি ৭০তম টনি পুরস্কার আয়োজন সঞ্চালনা করেন এবং ২০১৭ ও ২০১৮ সালে গ্র্যামি পুরস্কার আয়োজন সঞ্চালনা করেন।
জেমস করডেন | |
---|---|
James Corden | |
জন্ম | জেমস কিম্বার্লি করডেন ২২ আগস্ট ১৯৭৮ |
২০১১ সালে তিনি হাস্যরসাত্মক নাটক ওয়ান ম্যান, টু গাভনরস-এ অভিনয় করেন, যা রয়্যাল ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হয় এবং পরে ওয়েস্ট এন্ড ও ব্রডওয়ে থিয়েটারে মঞ্চস্থ হয়। ব্রডওয়েতে তার এই কাজের জন্য তিনি মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন।[৩] ২০১৫ সালে তিনি বর্ষসেরা ব্রিটিশ শিল্পী হিসেবে বাফটা ব্রিটানিয়া অ্যাওয়ার্ডস লাভ করেন।[৪]
প্রারম্ভিক জীবন
সম্পাদনাকরডেন ১৯৭৮ সালের ২২ আগস্ট বৃহত্তর লন্ডনের হিলিংডনে জন্মগ্রহণ করেন। তার পিতা ম্যালকম করডেন ছিলেন রয়্যাল এয়ার ফোর্স সঙ্গীতদলের সঙ্গীতজ্ঞ এবং মাতা মার্গারেট ছিলেন একজন সমাজকর্মী।[৫] তার বড় বোন আন্ড্রেয়া হেনরি এবং ছোট বোন রুথ করডেন। করডেন বাকিংহামশায়ারের হ্যাজলমেয়ারে বেড়ে ওঠেন এবং পার্ক মিডল স্কুল ও হলমার গ্রিন আপার স্কুলে পড়াশোনা করেন।[২] তিনি সালভেশন আর্মি চার্চের রীতি অনুসারে বেড়ে ওঠলে এখন তিনি নিজেকে খ্রিস্টান বলে দাবী করেন না।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ শ, ভিকি (১৬ মার্চ ২০১০)। "James Corden reveals he was teased over middle name"। দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ ক খ করডেন, জেমস (২৯ সেপ্টেম্বর ২০১১)। May I Have your Attention Please?। সেঞ্চুরি। আইএসবিএন 978-1-8460-5935-3।
- ↑ Profile, United Agents
- ↑ "Meryl Streep, Sam Mendes & James Corden To Be Lauded At 2015 Britannia Awards"। ডেডলাইন। ২০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ "Sharon and Kelly Osbourne give their backing to Fashion Targets Breast Cancer 2013"। থার্ড সেক্টর। ৩০ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "James Corden admits 'turning his back on Christian upbringing' after doubting his beliefs"। ডেইলি মিরর। ১৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাগণমাধ্যম ক্ষেত্রের পদ | ||
---|---|---|
পূর্বসূরী ক্রেইগ ফার্গুসন |
দ্য লেট লেট শো অনুষ্ঠানের উপস্থাপক ২০১৫–বর্তমান |
নির্ধারিত হয়নি |