জুস্পোর (ইংরেজি: Zoospore) হল চলনে সক্ষম এক ধরনের অযৌন রেণু, যাতে গমনের জন্য ফ্ল্যাজেলা থাকে। এটি কিছু ব্যাকটেরিয়া, ছত্রাকপ্রোটিস্টারা তৈরী করে থাকে।

টিনসেল ও হুইপল্যাশ ফ্ল্যাজেলাসহ হেটারোকন্ট জুস্পোর

প্রকারভেদ সম্পাদনা

ফ্ল্যাজেলার প্রকারভেদ সম্পাদনা

জুস্পোরে দুই প্রকারের ফ্ল্যাজেলা দেখা যায়:

  • টিনসেল ফ্ল্যাজেলা:- এতে ম্যাস্টিগোনিমস নামে কিছু ফিলামেন্ট দেখা যায়, যা কেন্দ্রীয় অক্ষের সাথে লম্বভাবে থাকে ও ক্ষেত্রমান বৃদ্ধি করে।
  • হুইপল্যাশ ফ্ল্যাজেলা:- এটি সোজা ও মসৃণ। ঘূর্ণনের মাধ্যমে গমনে সাহায্য করে।

উভয়েই সাইন তরঙ্গ-এর ন্যায় কম্পিত হয়, কিন্তু উভয়ে একসাথে উপস্থিত হলে উভয়ের গতির অভিমুখ বিপরীত হয়।

সংস্থানগত প্রকারভেদ সম্পাদনা

 
জুস্পোরের প্রকারভেদ, তিরচিহ্নটি গমনের দিক নির্দেশ করে।

ইউক্যারিওটদের দেহে প্রধানত চার প্রকার জুস্পোর দেখা যায়:[১]

জুস্পোরাঞ্জিয়াম সম্পাদনা

জুস্পোরাঞ্জিয়াম হল এমন একধরনের গঠন যাতে জুস্পোর বৃদ্ধি লাভ করে। এটি একটি অযৌন গঠন ও মূলত স্পোরাঞ্জিয়াম নামে পরিচিত। বহু উদ্ভিদ, ছত্রাক ও প্রোটিস্টদের দেহে দেখা যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Webster, John; Weber, Roland (২০০৭)। Introduction to Fungi (3rd সংস্করণ)। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 23–24। আইএসবিএন 9780521014830 
  • Alexopoulos, C. J.; Mims, Charles W.; Blackwell, M.; ও অন্যান্য (২০০৪)। Introductory Mycology (4th সংস্করণ)। Hoboken, New Jersey: John Wiley and Sons। আইএসবিএন 0-471-52229-5 

বহিঃসংযোগ সম্পাদনা

  •   উইকিমিডিয়া কমন্সে জুস্পোর সম্পর্কিত মিডিয়া দেখুন।