গোবিন্দ শঙ্কর কুরুপ

প্রথম মালায়ালাম জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা
(জি শঙ্কর কুরুপ থেকে পুনর্নির্দেশিত)

জি শঙ্কর কুরুপ (মালয়ালম: ജി.ശങ്കരകുറുപ്പ്) (৩ জুন ১৯০১ - ২ ফেব্রুয়ারি ১৯৭৮) বিংশ শতাব্দীর অন্যতম মালয়ালম কবি। তাকে মালয়ালম ভাষার "মহাকবি জী" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি ১৯৬৫ সালে তার ওটক্কুজল (The flute) বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন।[১]

গোবিন্দ শঙ্কর কুরুপ
Drawing of G. Shankarakurup
মহাকবি জী.
জন্ম(১৯০১-০৬-০৩)৩ জুন ১৯০১
নাইয়াথড, কোচিন রাজ্য
মৃত্যু২ ফেব্রুয়ারি ১৯৭৮(1978-02-02) (বয়স ৭৬)
ভাপ্পালাসেরি, আঙ্গামালি, এর্নাকুলাম
পেশাশিক্ষক, কবি, প্রাবন্ধিক, অনুবাদক, গীতিকার, ভারতীয় সংসদ সদস্য
উল্লেখযোগ্য রচনাবলিOdakkuzhal (1950)

গ্রন্থতালিকা (অপূর্ণ) সম্পাদনা

কবিতা সম্পাদনা

  • সূর্য়কান্তি (1933)
  • নিমিষম (1945)
  • ওডক্কুজল (1950)
  • পথিকন্টে পাট (1955)
  • বিশ্বদর্শনম্ (1960)
  • মূন্নরুবিয়ুং ওরু পুজয়ুং (1963)
  • জীবনসভ্কীতম্ (1964)
  • সাহিত্য়কৌতুকম্ (3 Volumes 1968)
  • পূজাপুশ্পম্ ( 1969‌)
  • ওলপ্পীপ্পি
  • ইলম্ চুণ্টুকল্
  • কাট্টে বা কটলে বা

অনুবাদ সম্পাদনা

  • মেঘচ্ছায়া ‍(কালিদাসের মেঘসন্দেশ )
  • গীতাঞ্জলি( হল রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি )
  • বিলাতলহরি (ওমরখয়ামের রুবায়ত)

প্রবন্ধ সম্পাদনা

  • গদ্য়োপহারম্ (১৯৪৭)
  • মুতুম্ চিপ্পিয়ুম্ (১৯৫৮)
  • ওর্ময়ুটে ওলভ্ভল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার website"। ১৩ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪