জি কার প্রদেশ
জি কার (আরবি: ذي قار) ইরাকের একটি প্রদেশ। প্রদেশটির আয়তন ১২,৯০০ বর্গকিলোমিটার। ২০০৩ সালে প্রাক্কলিত জনসংখ্যা প্রায় ১৪ লক্ষ। আন নাসিরিয়াহ শহর প্রদেশটির রাজধানী। এছাড়াও এই প্রদেশে প্রাচীন সুমেরীয় শহর উর, এরিদু, লাগাশ এবং গির্সু-র ধ্বংসাবশেষ আছে। ১৯৭৬ সালের আগে প্রদেশটির নাম ছিল মুন্তাফিক প্রদেশ।
জি কার প্রদেশ ذي قار | |
---|---|
প্রদেশ | |
স্থানাঙ্ক: ৩১°১৪′ উত্তর ৪৬°১৯′ পূর্ব / ৩১.২৩৩° উত্তর ৪৬.৩১৭° পূর্ব | |
দেশ | ইরাক |
রাজধানী | আন নাসিরিয়াহ |
আয়তন | |
• মোট | ১২,৯০০ বর্গকিমি (৫,০০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৩) | |
• মোট | ১৪,৫৪,২০০ |
প্রধান ভাষাসমূহ | আরবি |