জিরোফোর (টেলিভিশন ধারাবাহিক)

টেলিভিশন ধারাবাহিক

জিরোফোর (04) টেলিভিশন ধারাবাহিক হল দুবাইয়ের মালিকানাধীন মধ্যপ্রাচ্যীয় "ওথ্রি প্রোডাকশন্স" ও "বিপিজি গ্রুপ" এর যৌথ প্রযোজনায় নির্মিত একটি আরব টেলিভিশন ধারাবাহিক, যেটি এমবিসি৪ চ্যানেলে প্রচারিত হচ্ছে| বর্তমানে এর দ্বিতীয় মৌসুম প্রচারিত হচ্ছে| ২০১২ সালের ১৪ই জানুয়ারি থেকে এমবিসি চ্যানেল এর সম্প্রচার শুরু করে এবং এর পরপর অল্প সময়ের ভেতরেই ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা লাভ করে| চারটি আরবি ভাষাভাষী চারটি ভিন্ন ভিন্ন দেশের চারজন ভিন্ন ভিন্ন তরুণকে নিয়ে গল্পের কাহিনী গড়ে উঠেছে, যারা জীবন ও জীবিকার প্রয়োজনে দুবাই শহরে এসে বন্ধুত্বের বন্ধনে জুটি বেধেছে| তাদের প্রত্যেকের কর্মক্ষেত্র, ব্যক্তিজীবন এবং পারষ্পারিক বন্ধুত্বসহ নিজেদের প্রাত্যহিক জীবনের নানান পটপরিবর্তন, টানাপোড়ন ও বৈচিত্র নিয়ে গড়ে উঠেছে ধারাবাহিকটির কাহিনী| [১]

জিরোফোর
ধরননাটক
অভিনয়েনিকোলাস মাউয়াদ
মোহাম্মাদ আলী দোসারী
মুমিন নুর
খালেদ নাজিম
আসিল ওমরান
বাবে লেইলা
ইয়ামি তানাউস
রিতা হায়েক
সুরকারমাহামুদ দিসুকি
লুবনা হাদ্দাদ
মূল দেশআরব বিশ্ব
মূল ভাষাআরবী
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩০
নির্মাণ
প্রযোজকএমবিসি
অথরে প্রডাকশন
পিপিজি গ্রুপ
নির্মাণের স্থানসৌদি আরব, মরক্কো
ব্যাপ্তিকাল৩০ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কএমবিসি৪
ছবির ফরম্যাটএইচডিটিভি
মূল মুক্তির তারিখ১৪ জানুয়ারি ২০১২ (2012-01-14)
বহিঃসংযোগ
ওয়েবসাইট
নির্মাণ ওয়েবসাইট

অভিনয়ে সম্পাদনা

মুহাম্মদ আল দুসারি, মুমিন নুর, নিকোলাস মোয়াওয়াদ, খালেদ নাজিম

অর্জন সম্পাদনা

ইন্টারনেটে সিরিজটির তুমুল জনপ্রিয়তার ফলস্বরুপ পরবর্তীকালে সিরিজটির স্বত্ত্বাধিকারী টেলিভিশন চ্যানেল এমবিসি৪ এবং বর্তমান সময়ের শীর্ষস্থানীয় জনপ্রিয় ইন্টারনেট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গুগল করপোরেশনের মধ্যে অর্থ ও প্রচারণাভিত্তিক একটি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "www.mbc.net :: "04" - season 2"। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা