জিয়োগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া

জিয়োগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ( পূর্ব নাম ক্যালকাটা জিয়োগ্রাফিক্যাল সোসাইটি) হল ভারতের ভূতত্ত্ববিদদের এক পেশাগত সংগঠন। এটি ১৯৩৩ খ্রিস্টাব্দে ভারতে ভূগোলবিদ্যার জনক শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা জিয়োগ্রাফিক্যাল সোসাইটি এবং এর প্রথম সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বি এম মজুমদার। এই সংস্থারই উদ্যোগে ১৯৩৬ খ্রিস্টাব্দে পূনঃগঠিত হল জিয়োগ্রফিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া। [২] সংগঠনটির উদ্দেশ্য হল - ভূতত্ত্ব নিয়ে গবেষণা ও অনুসন্ধানের কাজে সহায়তা করা, অনুসন্ধান ও গবেষণার উপযোগী বিষয়বস্তু, গবেষণার বিষয়, বই, জার্নাল, কার্যধারাসহ পত্রাদি প্রকাশ করা, সেমিনার বা সম্মেলন করা, তরুণ বিজ্ঞানীদের উৎসাহিত করা, সরকারী সংস্থাগুলিকে পরামর্শ প্রদান এবং বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য তহবিল, অনুদান এবং এন্ডোয়মেন্টগুলি সুরক্ষিত রাখা  এবং সুষ্ট পরিচালনা করা।

জিয়োগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া
গঠিত২৯ জুলাই ১৯৩৩; ৯০ বছর আগে (1933-07-29)[১]
ধরনভূতত্ত্ববিদদের সংগঠন
সদরদপ্তরবালিগঞ্জ , কলকাতা
ওয়েবসাইটgeographicalsocietyofindia.org.in

সংগঠনটির সদর দপ্তর কলকাতার ৩৫, বালিগঞ্জ সার্কুলার রোডস্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. GSI। "Geographical Society of India Home Page"। Geographical Society of India, Kolkata। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  2. "ভারতের ভূ-মানচিত্রের জনক শিবপ্রসাদ চ্যাটার্জি"। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬