শিয়াং চীনা ভাষা

(জিয়াং চীনা ভাষা থেকে পুনর্নির্দেশিত)

শিয়াং চীনা ভাষা (চীনা ভাষা: 湘; ফিনিন: xiāng; আ-ধ্ব-ব: [ɕi̯ɑ́ŋ]) বা হুনানীয় ভাষা এক ধরনের চীনা ভাষা। চীনের হুনান প্রদেশে এই ভাষার বক্তাসংখ্যা বেশি। শিয়াং ভাষাটি ৫টি উপভাষায় বিভক্ত। চিয়াং-ই, লাও-শাও,হেংজু, চেন-জু ও ইয়ং-কুয়ান।

শিয়াং
হুনানীয় ভাষা
湘語/湘语
"শিয়াং ভাষা" (চীনা অক্ষরে লেখা)
দেশোদ্ভবচীন
অঞ্চলমধ্য ও দক্ষিণ-পশ্চিম হুনান প্রদেশ, উত্তর কুয়াংশি প্রদেশ, কুয়েইচৌহুপেই প্রদেশের অংশবিশেষে
জাতিহুনানীয় জাতি
মাতৃভাষী
৩ কোটি ৮১ লক্ষ (২০০৭)[]
উপভাষা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩hsn
গ্লোটোলগxian1251[]
লিঙ্গুয়াস্ফেরা79-AAA-e
চীনা নাম
ঐতিহ্যবাহী চীনা 湘語
সরলীকৃত চীনা 湘语
Hunanese
ঐতিহ্যবাহী চীনা 湖南話
সরলীকৃত চীনা 湖南话

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মাইকেল পার্কভাল, "Världens 100 största språk 2007" (২০০৭ সালে বিশ্বের ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Xiang Chinese"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।