জিম ম্যাকমোহন (রাজনীতিবিদ)
ব্রিটিশ রাজনীতিবিদ
জিম ম্যাকমোহন (জন্ম ৭ জুলাই ১৯৮০) একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০২১ সাল থেকে পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক রাষ্ট্রের ছায়া সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রম ও সমবায় দলের সদস্য, তিনি ২০১৫ সাল থেকে ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রায়টনের সংসদ সদস্য ছিলেন।[১]

তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Contact information for Jim McMahon - MPs and Lords - UK Parliament"। members.parliament.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৯।