জিন্দা তেলেসমাত
জিন্দা তেলেসমাত হল একপ্রকার প্রাচীন ঔষধ যা ঠাণ্ডা , কাশি , শরীর ব্যথা , কান ব্যথা , দাঁত ব্যথা এবং আরও অনেক রোগের উপসর্গে ব্যবহার করা হয় ।[১] এটি একটি ঔষধ যা নির্দিষ্ট কিছু উপকরণ (লতা পাতা মূল) থেকে তৈরি করা হয় । যেখানে অন্যান্য ইউনানি পার্শ্বপ্রতিক্রিয়া একটি সাধারণ ব্যাপার সেখানে এই ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই । এই ঔষধ ভারতের সকল ডাক্তারি দোকানে পাওয়া যায় । [২]
ধরন | উনানি হারবাল ঔষধ |
---|---|
শিল্প | ঔষধ |
প্রতিষ্ঠাকাল | ১৯২০ |
প্রতিষ্ঠাতা | হাকিম মোঃ মইজুদ্দিন ফারুকি |
পণ্যসমূহ | Over-the-counter medications |
মাতৃ-প্রতিষ্ঠান | কাঁরখানা জিন্দা তেলেসমাত |
ওয়েবসাইট | প্রধান ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯২০ সালে খ্যাতনামা হাকিম 'মোঃ মইজুদ্দিন ফারুকি' এই ঔষধ উদ্ভাবন করেন । 'জিন্দা তেলেসমাতের' বাংলা অর্থ হল: 'জিন্দা মানে জীবিত, এবং তেলেসমাত মানে যাদু' , অর্থাৎ এটিকে জলজ্যান্ত যাদু হিসাবে ডাকা হয় । এটি সর্বপ্রথম হায়দ্রাবাদের আম্বেরপেত জেলার কুয়াদারিবাদ এলাকায় পারিবারিক ব্যবসা 'কারখানা জিন্দা তিলিমাথের' মাধ্যমে শুরু হয় ।
উপাদান
সম্পাদনা৫ টি উপাদানের মাধ্যমে জিন্দা তেলেসমাত তৈরি করা হয় ।[৩][৪]
- ইউক্লাপ্টাস তেল ( নীল গন্ধার তেল)
- কর্পূর ( সাত্তায় কাপুর)
- মেন্তথল ( সাত্তায় পুদিনা)
- উগ্রবিজ ( সাত্তায় আজওয়ানি)
- রাটাঞ্জত (রংবাসা)
শুধুমাত্র ঠাণ্ডা কাশির জন্য এই ঔষধ ব্যবহার করা হয় না । সাম্প্রতিককালে এই ঔষধ বার্ড ফ্লু , সুয়াইন ফ্লু , ডেঙ্গু রোগে ব্যবহার করা হচ্ছে ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ifthekhar, J.S. (২৭ ডিসেম্বর ২০০০)। "Wonder drug still going strong"। hindu.com। ৩০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪।
- ↑ "About the manufacturers"। zindatilismath.in। ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪।
- ↑ "Ingredients for Zindatilismath"। zindatilismath.in। ৫ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪।
- ↑ "Zinda Tilismath: A remedy for all ailments"। moneycontrol.com। ২৪ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪।