জিনবোধি ভিক্ষু
ড.জিনবোধি ভিক্ষু হলেন একজন বাংলাদেশি অধ্যাপক যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে অধ্যাপনা করছেন।[১] শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২৪ সালে একুশে পদক প্রদান করে।[২]
জিনবোধি ভিক্ষু | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক |
পুরস্কার | একুশে পদক (২০২৪) |
জীবনী
সম্পাদনাজিনবোধি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে এবং অবসর গ্রহণ অবধি উক্ত বিভাগের চ্যোয়ারম্যান ছিলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল' ও 'অতীশ দীপঙ্কর হল' নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[১]
শিক্ষকতার পাশাপাশি তিনি বৌদ্ধ দর্শন নিয়ে গবেষণায় যুক্ত রয়েছেন। বৌব্ধ ধর্ম নিয়ে এ সংক্রান্ত তার লেখা 'বৌদ্ধ দর্শনে প্রজ্ঞাতত্ত্ব ও বিমুক্তিমার্গ' নামের একটি বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষের ভাবনায়' নামের আরও একটি বই ২০২৩ সালে প্রকাশিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি"। ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "একুশে পদক প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রাপ্ত সুধীজনদের তালিকা" (পিডিএফ)। www.moca.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩।