জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুইমিংপুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুইমিংপুল ১৯৭৮ সালে নির্মিত বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১][২] বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়ামের দক্ষিণ প্রাঙ্গনে এটির অবস্থান। বাংলাদেশের বেশিরভাগ ক্রীড়া সুইমিংপুলের মত এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত নয়। পুলটির সার্বিক রক্ষণাবেক্ষণ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় হয়ে থাকে।[২]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুইমিংপুল | |
---|---|
২৩°৫২′২৭″ উত্তর ৯০°১৫′৫৬″ পূর্ব / ২৩.৮৭৪০৮২° উত্তর ৯০.২৬৫৫৬৪° পূর্ব | |
ডাককোড | ঢাকা - ১৩৪২ |
পরিচালনায় | শারীরিক শিক্ষা বিভাগ |
মালিকানাধীন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
অবস্থা | পরিত্যক্ত |
খরচ | ৳ ৪২ লক্ষ (১৯৭৮) |
ইতিহাস
সম্পাদনা১৯৭৮ সুইমিংপুলটির নির্মাণ শুরু হয়। প্রকল্পটি নির্মাণে ৪২ লক্ষ টাকা বরাদ্দ ছিল।[২] মূল জলাধার নির্মাণ হলেও দর্শক গ্যালারী ও সাঁতারুদের বিশ্রাম ও পরিবর্তন কক্ষ নির্মাণ করা হয়নি। নির্মাণ পরবর্তী ৮ বছর সচল থাকার পর এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।[২] ত্রুটিযুক্ত নির্মাণের কারণে জলাধারের পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যেত, ফলে ১৯৯৬ সাল হতে পানি সরবরাহ বন্ধ করা হয়। বর্তমানে এটি পরিত্যক্ত।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ উজ্জল, আরিফুজ্জামান (২০২১-১১-০৬)। "জাবিতে জিমনেসিয়াম ও সুইমিংপুলের বেহাল দশা"। দৈনিক ইত্তেফাক। ২০২১-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ ক খ গ ঘ "জাবির জিমনেসিয়াম ও সুইমিংপুলের বেহাল দশা"। দৈনিক ইনকিলাব। ২০১৬-১০-০১। ২০২০-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।