জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে জাকসু নামে পরিচিত। বিশ্ববিদ্যালয় থেকে সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠিত হয়।[১]
সংক্ষেপে | জাকসু |
---|---|
গঠিত | ১৯৭২ |
সদরদপ্তর | জাকসু ভবন |
অবস্থান |
গঠনতন্ত্র অনুযায়ী জাকসুর সদস্য হবেন তারাই যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সদস্য, এবং বিশ্ববিদ্যালয় যাঁদের প্রত্যক্ষভাবে শিক্ষা দান করে থাকে। এই গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র বলতে ছাত্রছাত্রী উভয়কেই বুঝানো হয়েছে। [২]
সংসদের কর্মকর্তাগণ [২]
ক. সভাপতি
খ. কোষাধ্যক্ষ
গ. সহ-সভাপতি
ঘ. সাধারণ সম্পাদক
ঙ. সহ-সাধারণ সম্পাদক
চ. কমনরুম সম্পাদক
ছ. মহিলা কমনরুম সম্পাদিকা
জ. সমাজ সেবা সম্পাদক
ঝ. সাহিত্য সম্পাদক
ঞ. সামাজিক চিত্তবিনোদন সম্পাদক
ট. নাট্য সম্পাদক
ঠ. ক্রীড়া সম্পাদক
ড. সহ-ক্রীড়া সম্পাদক
জাকসু নির্বাচন
সম্পাদনা১৯৭২ সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ৮ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু -এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য পদ নির্বাচন করেন। সর্বশেষ ১৯৯২ সালে নির্বাচন হয়েছিল।[৩]
জাকসু নেতৃবৃন্দের তালিকা
সম্পাদনাক্রমিক | সাল | ভাইস প্রেসিডেন্ট (ভিপি) | ছাত্র সংগঠন | জেনারেল সেক্রেটারি (জিএস) | ছাত্র সংগঠন | |
---|---|---|---|---|---|---|
১ | ১৯৭২ | গোলাম মোর্শেদ | রোকনউদ্দিন | |||
২ | ১৯৭৩ | রফিকউল্লাহ | মোজাম্মেল হক | |||
৩ | ১৯৭৪ | এম এ জলিল | দোলোয়ার হোসেন | |||
৪ | ১৯৮০ | আজাদ রহমান | আতাউররহমান | |||
৫ | ১৯৮১ | মোতাহার হোসেন | সামসুদ্দিন মাসুদ | |||
৬ | ১৯৮৯ | এ কে এম এনামুল হক শামীম | বাংলাদেশ ছাত্রলীগ | আজিজুল হাসান চৌধুরী | ||
৭ | ১৯৯০ | আশরাফ উদ্দিন খান | মোঃ আজগর হোসেন | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | ||
৮ | ১৯৯১ | মোঃ মনিরুজ্জামান মনির | কে এম রাশেদুল হাসান | |||
৮ | ১৯৯২ | মাসুদ হাসানতালুকদার | শামসুল তাবরীজ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাকসু নির্বাচন হয়নি ২৪ বছর"। priyo.com। priyo.com। ২২ মে ২০১৭। ৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ "Jahangirnagar University"। juniv.edu। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩১।
- ↑ "সরকারের দিকে তাকিয়ে জাকসু নির্বাচন!"। prothomalo.com। দৈনিক প্রথম আলো। ১৪ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।