জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে জাকসু নামে পরিচিত। বিশ্ববিদ্যালয় থেকে সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠিত হয়।[]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)
সংক্ষেপেজাকসু
গঠিত১৯৭২; ৫৩ বছর আগে (1972)
সদরদপ্তরজাকসু ভবন
অবস্থান

গঠনতন্ত্র অনুযায়ী জাকসুর সদস্য হবেন তারাই যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সদস্য, এবং বিশ্ববিদ্যালয় যাঁদের প্রত্যক্ষভাবে শিক্ষা দান করে থাকে। এই গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র বলতে ছাত্রছাত্রী উভয়কেই বুঝানো হয়েছে। []

সংসদের কর্মকর্তাগণ []

ক. সভাপতি

খ. কোষাধ্যক্ষ

গ. সহ-সভাপতি

ঘ. সাধারণ সম্পাদক

ঙ. সহ-সাধারণ সম্পাদক

চ. কমনরুম সম্পাদক

ছ. মহিলা কমনরুম সম্পাদিকা

জ. সমাজ সেবা সম্পাদক

ঝ. সাহিত্য সম্পাদক

ঞ. সামাজিক চিত্তবিনোদন সম্পাদক

ট. নাট্য সম্পাদক

ঠ. ক্রীড়া সম্পাদক

ড. সহ-ক্রীড়া সম্পাদক

জাকসু নির্বাচন

সম্পাদনা

১৯৭২ সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ৮ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু -এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য পদ নির্বাচন করেন। সর্বশেষ ১৯৯২ সালে নির্বাচন হয়েছিল।[]

জাকসু নেতৃবৃন্দের তালিকা

সম্পাদনা
ক্রমিক সাল ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছাত্র সংগঠন জেনারেল সেক্রেটারি (জিএস) ছাত্র সংগঠন
১৯৭২ গোলাম মোর্শেদ রোকনউদ্দিন
১৯৭৩ রফিকউল্লাহ মোজাম্মেল হক
১৯৭৪ এম এ জলিল দোলোয়ার হোসেন
১৯৮০ আজাদ রহমান আতাউররহমান
১৯৮১ মোতাহার হোসেন সামসুদ্দিন মাসুদ
১৯৮৯ এ কে এম এনামুল হক শামীম বাংলাদেশ ছাত্রলীগ আজিজুল হাসান চৌধুরী
১৯৯০ আশরাফ উদ্দিন খান মোঃ আজগর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
১৯৯১ মোঃ মনিরুজ্জামান মনির কে এম রাশেদুল হাসান
১৯৯২ মাসুদ হাসানতালুকদার শামসুল তাবরীজ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চাকসু নির্বাচন হয়নি ২৪ বছর"priyo.com। priyo.com। ২২ মে ২০১৭। ৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯ 
  2. "Jahangirnagar University"juniv.edu। সংগ্রহের তারিখ ২০২৫-০১-৩১ 
  3. "সরকারের দিকে তাকিয়ে জাকসু নির্বাচন!"prothomalo.com। দৈনিক প্রথম আলো। ১৪ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা