জার্ড বেকার (রসায়নবিদ)

জার্মান রসায়নবিদ

জার্ড বেকার (৩ মে ১৯৪০ - ১০ জানুয়ারী ২০১৭) একজন জার্মান রসায়নবিদ ছিলেন।

জার্ড বেকার
জন্ম(১৯৪০-০৫-০৩)৩ মে ১৯৪০
এশওয়েগ, জার্মানি
মৃত্যু১০ জানুয়ারি ২০১৭(2017-01-10) (বয়স ৭৬)
জাতীয়তাজার্মান
পরিচিতির কারণফসফরাসঘটিত জৈব যৌগ ফসফাঅ্যালকিন সংশ্লেষণ

জার্ড বেকার ১৯৪০ সালের ৩ মে জার্মানির এশওয়েগে জন্মগ্রহণ করেন। তিনি স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ে অজৈব রসায়ন বিভাগে ইমেরিটাস অধ্যাপক কাজে ব্রতী ছিলেন।[] ১৯৭৪ সালে তিনিই প্রথম ফসফরাসঘটিত জৈব যৌগ ফসফাঅ্যালকিন সংশ্লেষিত করেন। ফসফরাস রসায়নের গবেষণার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। কার্বন পরমাণুর সাথে ফসফরাসঘটিত জৈব যৌগগুলি নিয়ে তিনি নানা ধরনেরর কাজ করেছেন। তার গবেষণা পরবর্তীকালে অবস্থান্তর ধাতুর রসায়নের পাশাপাশি জৈব সংশ্লেষণের প্রয়োগে কাজে লাগে।

মৃত্যু

সম্পাদনা

২০১৭ সালের ১০ জানুয়ারী ৭৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sumati Panicker, Werner Uhl (এপ্রিল ২০১৭)। "Gerd Becker (1940-2017)"Angewandte Chemie International Editionডিওআই:10.1002/anie.201703696। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪ 

বাহ্যিক লিঙ্ক

সম্পাদনা