জারাদ পাইকান

হেসপেরিডি পরিবারের প্রজাপতি

জারাদ পাইকান[১] (বৈজ্ঞানিক নাম: Pseudocoladenia dan (Fabricius)) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি যার শরীর ও ডানা বাদামী রঙের। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'হেসপেরায়িনি' উপগোত্রের সদস্য।[২]

জারাদ পাইকান
Fulvous pied flat
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Hesperiidae
গণ: Pseudocoladenia
প্রজাতি: P. dan
দ্বিপদী নাম
Pseudocoladenia dan
(Fabricius, 1787)
প্রতিশব্দ

Coladenia dan

আকার সম্পাদনা

জারাদ পাইকান এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩৫-৪২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি সম্পাদনা

জারাদ পাইকান এর প্রজাতিগুলো হলো:

  • P. d. dan (Fabricius, 1787)
  • P. d. fatih (Kollar, [1844])
  • P. d. fabia (Evans, 1949)
  • P. d. dhyana (Fruhstorfer, 1909)
  • P. d. sumatrana (Fruhstorfer, 1909)
  • P. d. fulvescens (Elwes & Edwards, 1897)
  • P. d. eacus (Latreille, [1824])
  • P. d. sadakoe (Sonan & Miltono, 1936)

ভারতে প্রাপ্ত জারাদ পাইকানএর উপপ্রজাতি সম্পাদনা

ভারতে সাধারণত জারাদ পাইকান যে উপপ্রজাতি দেখা যায় তা হল:[৩]

  • Pseudocoladenia dan dan Fabricius, 1787 – Sahyadri Fulvous Pied Flat
  • Pseudocoladenia dan fabia Evans, 1949 – Himalayan Fulvous Pied Flat

বিস্তার সম্পাদনা

এদের সাধারণত ভারত (দক্ষিণ ভারতের গুজরাত পর্যন্ত , হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ[৪]) এছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এও দেখা যায়।[৫]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

ডানার উপরিতল কালচে বাদামী, উজ্জ্বল কমলা (rufous) আঁশ এ ছাওয়া। সামনের ডানার উপরিতলে কোস্টার একেবারে নিচ থেকে বড় অর্দ্ধ-স্বচ্ছ ডিসকাল ছোপ এর একটি আঁকাবাঁকা সারি নেমে গেছে ডানার অর্দ্ধভাগ পর্যন্ত। এই ডিসকাল ছোপগুলি পুরুষ নমুনায় হলুদ এবং স্ত্রী নমুনায় বর্নহীন। এই উক্ত পার্থক্যটুকু ছাড়া উভয় নমুনা অনুরূপ।

এপিকাল অনহশে কয়েকটি ছোট অবিন্যস্ত চপ বিদ্যমান, যেগুলি পুরুষ নমুনায় হলুদ এবং স্ত্রী নমুনায় বর্ণহীন অথবা ফ্যাকাসে সাদা। সামনের ডানার নিম্নতলের দাগ-ছোপ অনুরূপ। পিছনের ডানার উভয় পৃষ্ঠে বেসাল ও ডিসকাল অংশ কালো অস্পষ্ট সংলগ্ন ছোপে ছাওয়া এবং কালো ছোপগুলির মধ্যবর্তী অংশ হালকা হলদে বাদামী। [৬][৭]

আচরণ সম্পাদনা

মূলত জঙ্গলেই এদের দর্শন মেলে, জঙ্গলের বাইরে কদাচিৎ দেখা যায়। উপ-ক্রান্ত্রীয় অঞ্চলের পাহাড়ের আর্দ্র জংগলে এবং তরাই অঞ্চল থেকে পর্বতের ২১০০মিটার[৭] উচ্চতা অবধি জঙ্গলে এদের গতিবিধি সীমিত থাকে। এই প্রজাতির উড়ান খুব দ্রুত। জঙ্গলের ছায়াময় ফাঁকা জায়গায় এদের খুব দ্রুতবেগে এদিকওদিক উড়তে দেখা যায়। ফুলে বসে মধু পান করতে এদের প্রায়শই দেখা যায় এবং পাখির বিষ্ঠা ও ভিজে ছোপ এ বসে খদয় সংগ্রহ এদের প্রিয় অভ্যাস। মাঝেমধ্যেই পাতার উপরিতলে বসে রোদ পোহাতে দেখা যায় ও ভিজে ছোপ এ মাড-পাডলিং করে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত উপযুক্ত বাসভূমিতে এদের দেখা মেলে।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা ২৮০। 
  2. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter Grossschmetterlinge Erde 9
  3. "Pseudocoladenia dan Fabricius, 1787 – Fulvous Pied Flat"। সংগ্রহের তারিখ 27March 2018  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 37। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164 
  5. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৭২। আইএসবিএন 978 019569620 2 
  6. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ২৩। 
  7. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 84। আইএসবিএন 9789384678012 
  8. Pratap Singh, Arun (২০১১)। Butterflies of India (1st সংস্করণ)। Utter Pradesh: Om Books International। পৃষ্ঠা 161। আইএসবিএন 978-93-80069-60-9 

বহিঃসংযোগ সম্পাদনা