জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ১৯৫০ সালে স্থাপিত প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। বহমান সুরমার পশ্চিম তীরের স্বপ্নের শহরে জামালগঞ্জ এর উত্তর পার্শ্বে প্রতিষ্ঠিত জামালগঞ্জ বিদ্যালয়ের নৈস্বর্গিক সৌন্দর্য্য দান করেছে। বিদ্যালয়টি ভাটি অঞ্চলের বিশাল জনপদের সর্ব বৃহৎ ও ঐতিহ্যবাহী স্কুল। এই বিদ্যাপীঠের শতশত ছাত্র-ছাত্রী আজ দেশের বিভিন্ন দপ্তরে দেশকে নেতৃত্ব দিচ্ছে । বিদ্যালয় টি ২০২৫ সালে ৭৫ বছরে প্রদার্পণ করবে।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি |
নীতিবাক্য | হে প্রভু আমাকে জ্ঞানে বর্ধিত কর |
প্রতিষ্ঠাকাল | ১৯৫০ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট |
বিভাগ | মাধ্যমিক বিদ্যালয় |
প্রধান শিক্ষক | জনাব সীতোষ কুমার তালুকদার |
শিক্ষকমণ্ডলী | ২০+ |
শ্রেণি | ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি |
লিঙ্গ | বালক ও বালিকা |
ভাষা | বাংলা |
অবস্থান
সম্পাদনাসুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজে্লার সুরমা নদীর কুল ঘেঁষে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনানয়াহালট গ্রামের রহমত উল্লাহ তালুকদার ও মৌলভী আবুল বরকত এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণের সহযোগিতায় জামলগঞ্জ উচ্চ বিদ্যালিয়ের স্থাপনের কার্যক্রম শুরু করেন। তাদের এই মহতি উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সুপরামর্শ ও আন্তরিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তৎকালীন স্কুল ইন্সপেক্টর জনাব সামছুল হক এবং কৃষি অর্গানাইজার জনাব মুবাশ্বির আলী। ১৯৪৮ সালে বর্তমান জামালগঞ্জস্থ ডাক বাংলার স্থানে একটি ছনের গৃহে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শুভ সূচনা হয়। জনাব মুবাশ্বির আলীর অফিস কাম বাসগৃহটিই ছিল বর্তমান মশহুর জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সূতিকা গৃহ। ধনপুর গ্রামের জনাব অলীউর রহমান মাত্র ১২ জন ছাত্র নিয়ে জামালগঞ্জের শিক্ষাহীন আধার ভূবনে প্রজ্জলিত করেন মাধ্যমিক শিক্ষার এ আলোক বর্তিকা।
মরহুম প্রধান শিক্ষক জনাব গোলাম কিবরিয়ার আমলকে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের স্বর্ণযুগ বলে অবহিত করা যায়। ১৯৮৮ সনে বিদ্যালয়ের ভৌতিক অবকাঠামো, ছাত্র সংখ্যা, বিভিন্ন পরীক্ষার ফলাফল তদুপরী শিক্ষকগণের গুণগতমান ইত্যাদি বিচার্যে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় অবিভক্ত সিলেট জেলায় প্রথমস্থান অধিকার করার গৌরব অর্জন করে।
সাফল্য
সম্পাদনা১৯৮৮ সনে বিদ্যালয়ের ভৌতিক অবকাঠামো, ছাত্র সংখ্যা, বিভিন্ন পরীক্ষার ফলাফল তদুপরী শিক্ষকগণের গুণগতমান ইত্যাদি বিচার্যে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় অবিভক্ত সিলেট জেলায় প্রথমস্থান অধিকার করার গৌরব অর্জন করে।
২০১২ সালে এটি উপজেলার মডেল স্কুল হিসাবে স্বীকৃতি পায়।
২০১৭ সালে ১৪ই জুন এটিকে সরকারি স্কুল হিসেবে স্বীকৃতি দেয়া হয়।[১]
ক্যাম্পাস
সম্পাদনা- অফিস ভবন
- বিজ্ঞান ভবন
- অডিটোরিয়াম
- কম্পিউটার ভবন
ছাত্রাবাস
সম্পাদনাগোলাম কিবরিয়া ছাত্রাবাস
সংগঠন
সম্পাদনা- বিতর্ক সংগঠন
- বিজ্ঞান মেলা
শিক্ষা কার্যক্রম
সম্পাদনা৬ষ্ঠ থেকে দশম শ্রেণি।
সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্পাদনাবছরের শুরুতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফলাফল
সম্পাদনাজামালগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতি বছর ঈর্ষনীয় সাফল্য অর্জন করে।
খেলাধুলা
সম্পাদনাবছরের শুরুতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা২০১২ সালে এটি উপজেলার মডেল স্কুল হিসাবে স্বীকৃতি পায়।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনাএ স্কুল থেকে পাস করে অনেক কৃতী শিক্ষার্থী দেশ ও দেশের বাহিরের নামকরা প্রতিষ্ঠান গুলোতে কর্মরত আছেন।
- ↑ "জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বি, Jamalgonj, Sunamganj (2021)"। www.findglocal.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৬।