জামতাড়া
জামতাড়া হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া জেলার একটি শহর ও সদরদপ্তর। এই শহরটি পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। শহরটি মোট ১৮ বর্গকিলোমিটার বিস্তৃত।[১] এই শহরের অধিবাসীরা হিন্দি ও বাংলা ভাষায় কথা বলে। এই শহরটি ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি থেকে ২৫০ কিমি দূরে অবস্থিত।
জামতাড়া | |
---|---|
শহর | |
অবস্থান ঝাড়খণ্ড , ভারত | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′৪৮″ উত্তর ৮৬°৪৮′০৫″ পূর্ব / ২৩.৯৬৩৩° উত্তর ৮৬.৮০১৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
জেলা | জামতাড়া জেলা |
সরকার | |
• শাসক | নগর পঞ্চায়েত |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
উচ্চতা | ১৫৫ মিটার (৫০৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,৪১৫ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি ভাষা | হিন্দি, বাংলা |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | ৮১৫৩৫১ |
Telephone code | ০৬৪৩৩ |
যানবাহন নিবন্ধন | জেএইচ-২১ |
Sex ratio | 959 ♂/♀ |
জামতাড়া "ভারতের ফিশিং রাজধানী" নামেও পরিচিত।[২] এই নামটি পাওয়ার কারণ হল, সারা দেশে প্রচুর ফিশিং-এর ঘটনা ঘটেছিল যার কেন্দ্রবিন্দু ছিল এই এলাকায়। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত দুই বছরের মধ্যে, ১২টি ভারতীয় রাজ্যের পুলিশ জামতাড়ায় ২৩ বার অভিযান চালিয়েছিল। এই অভিযানের উদ্দেশ্য ছিল সাইবার অপরাধ, বিশেষ করে ফিশিং-এর তদন্ত করা, যা ভারতের সবচেয়ে অনুন্নত জেলা থেকে উদ্ভূত হয়েছিল এবং কিছু অনুমান অনুসারে, এই জেলা একাই ৮ শতাংশ ঘটনার জন্য দায়ী ছিল। যারা এই ফিশিং-এর সঙ্গে জড়িত ছিল, তারা বিলাসবহুল এসইউভি কিনেছিল এবং জরাজীর্ণ কুটিরগুলোর পাশে চমকপ্রদ বাংলো তৈরি করেছিল।
ভূগোল
সম্পাদনাজামতারা শহরটি ২৩.৯৫ ডিগ্রি উত্তর ও ৮৬.৪ ডিগ্রি পূর্বে অবস্থিত।শহরটি সমুদ্রতল থেকে ১৫৫ মিটার (৫০৯ ফুট) উচ্চতায় অবস্থিত।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের জন গননায় জামতারা শহরের মোট জনসংখ্যা হল ২৯,৪১৫ জন। মোট জনসংখ্যার মধ্যে ৫২ শতাংশ পুরুষ ও ৪৮ শতাংশ নারী।এই শহরে সাক্ষরতার হার ৬৬.৪১ শতাংশ যা জাতীয় সাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ থেকে কম।এই শহরের মোট জনসংখ্যার ১৫.১৭ শতাংশর বয়স ০-৬ বছর।[৩]
যোগাযোগ
সম্পাদনাশিক্ষাব্যবস্থা
সম্পাদনাএখানে অনেক গুলি বিদ্যালয় , উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় রয়েছে।যেমন
জেবিসি+২ হাই স্কুল, জামতারা বালিকা বিদ্যালয়, এডোয়াট হাইস্কুল প্রভৃতি।এখানকার দুটি প্রধান মহাবিদ্যালয় বা কলেজ হল- জামতারা কলেজ ও জামতারা মহিলা কলেজ।
জলবায়ু
সম্পাদনাএই শহরে গ্রীষ্মকাল হল - মার্চ থেকে মে,বর্ষাকাল হল -জুন থেকে সেপ্টেম্বর,শীতকাল হল- অক্টবর থেকে ফ্রেবব্রুয়ারী।জামতারা শহরের সর্বনিন্ম উষ্ণতা ২° সেন্টিগ্রেট (শীতকাল) এবং সর্বোচ্চ উষ্ণতা ৪৫° সেন্টিগ্রেট (গ্রীষ্ম কাল)।এই শহরে বায়ু প্রবাহ হয় দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "JAMTARA (Jamtara) Nagar Panchayat The population development of Jamtara."। line feed character in
|শিরোনাম=
at position 18 (সাহায্য) - ↑ "জামতারা গ্যাং - Post Bardhaman"। www.postbardhaman.com। ২০২৪-০৮-১৭। ২০২৪-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "Jamtara Population Census 2011"।