জাপান–লাওস সম্পর্ক

জাপান এবং লাওসের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক
(জাপান-লাওস সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)

জাপান-লাওস সম্পর্ক (জাপানি: 日本とラオスの関係, লাও: ສາຍພົວພັນ ລາວ-ຍີ່ປຸ່ນ) বলতে জাপান এবং লাওসের মধ্যকার বর্তমান এবং ঐতিহাসিক সম্পর্ককে বোঝায়। লাওসের দূতাবাস টোকিওতে অবস্থিত। অপরদিকে জাপানের দূতাবাস ভিয়েনতিয়েনে অবস্থিত। উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১]

জাপান-লাওস সম্পর্ক
মানচিত্র জাপান এবং লাওসের অবস্থান নির্দেশ করছে

জাপান

লাওস

রাষ্ট্রীয় পরিদর্শন সম্পাদনা

২০১২ সালের মার্চে, লাওসের প্রধানমন্ত্রী থংসিং থাম্মাভং, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সাথে সাক্ষাতের জন্য টোকিও যান।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮ 
  2. http://www.kantei.go.jp/foreign/noda/diplomatic/201203/16lao_e.html