জানকিবাই

মারাঠা সাম্রাজ্যের সম্রাজ্ঞীর সঙ্গী

জানকি ভোঁসলে (জন্মনাম- গুজার) (১৬৭৫ - ২ মার্চ ১৭০০ খ্রিস্টাব্দ) ছিলেন রাজারাম প্রথমের প্রথম স্ত্রী হিসেবে মারাঠা সাম্রাজ্যের সম্রাজ্ঞী

জানকি বাই
মারাঠা সাম্রাজ্যের সম্রাজ্ঞীর সঙ্গী
রানী শ্রীমন্ত আখন্দ সৌভাগ্যবতী জানকিবাই রাজে সাহেব ভোঁসলে
মারাঠা সাম্রাজ্যের সম্রাজ্ঞীর সঙ্গী
রাজত্ব১২ মার্চ ১৬৮৯ - ২ মার্চ ১৭০০
পূর্বসূরিইসুবাই ভোঁসলে
উত্তরসূরিতারাবাই
জন্ম১৬৭৫
দাম্পত্য সঙ্গীরাজারাম প্রথম
রাজবংশভোঁসলে
পিতাপ্রাতাপরাও গুজার
ধর্মসনাতন ধর্মালম্বি

জানকিবাই ছিলেন প্রতাপরাও গুজরের কন্যা। প্রতাপরাও ছিলেন একজন অভিজাত সেনাপতি, যিনি মারাঠা সাম্রাজ্যের সর্বাধিনায়ক ছিলেন।[১] তার পিতা ২৪ ফেব্রুয়ারি ১৬৭৪ সালে নেসারিতে আদিল শাহীর বিরুদ্ধে যুদ্ধে মারা যান। মারাঠাদের রাজা শিবাজী মহারাজ তার সেনাপতির মৃত্যুতে শোকাহত হন। এবং তিনি প্রতাপরাওয়ের মৃত্যুতে শোকাহত হন। ফলস্বরূপ, তিনি তার দ্বিতীয় পুত্র দশ বছর বয়সী রাজারামকে পাঁচ বছর বয়সী জানকিবাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন। ৭ মার্চ ১৬৮০ তারিখে রায়গড় ফোর্টে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। তার শ্বশুর শিবাজী তার বিয়ের পঁচিশ দিন পর ৩ এপ্রিল ১৬৮০ তারিখে মারা যান।[২]

মৃত্যু সম্পাদনা

২ মার্চ ১৭০০ সালে ত্রিশ বছর বয়সী রাজারাম একটি অল্প সময়ের অসুস্থতার ফলে মারা যান। রানী জানকিবাইয়ের মৃত্যুর বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু রেকর্ড বলে যে তিনি সিংহগড়ে তার স্বামীর সাথে সতীদাহ করেছিলেন। যাইহোক মারাঠি বাখর এবং চিঠিগুলি জানা যায় যে জানকিবাই ছিলেন রায়গড়ের যুদ্ধে মহারানী ইয়েসুবাই ভোঁনসালে এবং শাহুজি এর সাথে বন্দীদের একজন। তিনি ১৭১৯ সালে ইয়েসুবাই এবং অন্যান্য মারাঠা মহিলাদের সাথে পেশওয়া বালাজি বিশ্বনাথের দ্বারা মুঘলদের বন্দীদশা থেকে মুক্তি পান। তাই জানকিবাইয়ের মৃত্যুর সঠিক সময় জানা যায় না।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ranade, Mahadeo Govind। Rise of the Maratha power। Hesperides Press। 
  2. Mehta, Jashwant Lal। Advanced study in the history of modern India 1707-1813