জাতীয় সড়ক ১১ (ভারত)
জাতীয় সড়ক ১১ বা এনএইচ ১১ হল ভারতের একটি জাতীয় সড়ক, যা জয়সলমের ( রাজস্থান ) ও রেওয়ারিকে ( হরিয়ানা ) কে সংযুক্ত করে।[১] এই ৮৪৮ কিমি-দীর্ঘ মহাসড়ক। মহাসড়কটি মায়াজলার, পিথালা, জয়সালমের, পোকারন, রামদেবরা, ফলোদি, বাপ, দিয়াত্রা গাজনার, বিকানের, শ্রী ডুঙ্গারগড়, রাজলদেসার, রতনগড়, রোলসাবসার, ফতেহপুর, তাজসার, মান্ডাওয়া, বাঁজাউরা, চিঁইউরা, বাঁহাউরা, ছিন্নুরা, রতনগড়, নারনউল, আতেলি ও রেওয়ারি মধ্যদিয়ে অগ্রসর হয়েছে।
জাতীয় সড়ক ১১-এর সর্বাধিক ৭৬০ কিমি দৈর্ঘ্যের অংশ রাজস্থান রাজ্যের মায়াজলার জেলা জয়সলমেরের কাছে জাতীয় সড়ক ৭০-এর (মুনাবাও -তানোট মহাসড়ক) থেকে শুরু বা সংযুক্ত এবং অবশিষ্ট দৈর্ঘ্যের অংশ হরিয়ানা রাজ্যের রেওয়ারি জেলায় জাতীয় সড়ক ৩৫২ ( নারওয়ানা - ঝাজ্জার - রেওয়ারি ) এর সাথে শুরুর বা সংযোগস্থল তৈরি করে। এটি দিল্লি ও বিকানেরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট এবং দিল্লি ও বিকানেরের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Development of Roads and Highways in Rajasthan"। pib.nic.in। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে জাতীয় সড়ক ১১ সম্পর্কিত মিডিয়া দেখুন।