জাতীয় সড়ক ১১ (ভারত)

জাতীয় সড়ক ১১ বা এনএইচ ১১ হল ভারতের একটি জাতীয় সড়ক, যা জয়সলমের ( রাজস্থান ) ও রেওয়ারিকে ( হরিয়ানা ) কে সংযুক্ত করে।[১] এই ৮৪৮ কিমি-দীর্ঘ মহাসড়ক। মহাসড়কটি মায়াজলার, পিথালা, জয়সালমের, পোকারন, রামদেবরা, ফলোদি, বাপ, দিয়াত্রা গাজনার, বিকানের, শ্রী ডুঙ্গারগড়, রাজলদেসার, রতনগড়, রোলসাবসার, ফতেহপুর, তাজসার, মান্ডাওয়া, বাঁজাউরা, চিঁইউরা, বাঁহাউরা, ছিন্নুরা, রতনগড়, নারনউল, আতেলিরেওয়ারি মধ্যদিয়ে অগ্রসর হয়েছে।

জাতীয় সড়ক ১১-এর সর্বাধিক ৭৬০ কিমি দৈর্ঘ্যের অংশ রাজস্থান রাজ্যের মায়াজলার জেলা জয়সলমেরের কাছে জাতীয় সড়ক ৭০-এর (মুনাবাও -তানোট মহাসড়ক) থেকে শুরু বা সংযুক্ত এবং অবশিষ্ট দৈর্ঘ্যের অংশ হরিয়ানা রাজ্যের রেওয়ারি জেলায় জাতীয় সড়ক ৩৫২ ( নারওয়ানা - ঝাজ্জার - রেওয়ারি ) এর সাথে শুরুর বা সংযোগস্থল তৈরি করে। এটি দিল্লি ও বিকানেরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট এবং দিল্লি ও বিকানেরের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Development of Roads and Highways in Rajasthan"pib.nic.in। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে জাতীয় সড়ক ১১ (ভারত) সম্পর্কিত মিডিয়া দেখুন।