জাতীয় শিল্পকলা জাদুঘর, ইউক্রেন

শিল্প জাদুঘর
(জাতীয় শিল্প জাদুঘর, ইউক্রেন থেকে পুনর্নির্দেশিত)

জাতীয় শিল্পকলা জাদুঘর ইউক্রেন (ইউক্রেনীয়: Національний Художній Музей України) হল ইউক্রেনীয় শিল্পকলার একটি জাদুঘর। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে অবস্থিত।

জাতীয় শিল্পকলা জাদুঘর, ইউক্রেন
মানচিত্র
স্থাপিত১৮৯৯
অবস্থান হুরশেভস্কি স্ট্রিট, কিয়েভ, ইউক্রেন
স্থানাঙ্ক৫০°২৬′৫৮″ উত্তর ৩০°৩১′৫২″ পূর্ব / ৫০.৪৪৯৪৪° উত্তর ৩০.৫৩১১১° পূর্ব / 50.44944; 30.53111
পরিচালকইউলিয়া লাইটভিনেটস
ওয়েবসাইটwww.namu.kiev.ua

ইতিহাস সম্পাদনা

 
প্রত্নতাত্ত্বিক ও শিল্প যাদুঘর দ্বারা উপস্থাপিত অট্টালিকার সংমুখভাগ, ১৮৯৮

উনবিংশ শতাব্দীর শেষের দিকে ইউক্রেনীয় বুদ্ধিজীবীদের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত কিয়েভ সংগ্রহশালা হিসাবে জাদুঘরটি প্রতিষ্ঠা হয়েছিল।

প্রদর্শনী সম্পাদনা

বর্তমান প্রদর্শনীতে ২০ হাজারেরও বেশি সংগ্রহ রয়েছে।

২৬শে এপ্রিল ২০১৪, প্রাক্তন রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচের বাড়ি থেকে সংগৃহীত শিল্পের সংগ্রহশালা জাদুঘরে প্রদর্শিত হয়।[১]

 
জাতীয় শিল্পকলা জাদুঘর ইউক্রেনে চিত্র প্রদর্শনীতে দর্শনার্থী, সেপ্টেম্বর ২০১২

সংগ্রহশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Viktor Yanukovich's art collection goes on display in Kiev"BBC News। ২৬ এপ্রিল ২০১৪। 

বহিঃসংযোগ সম্পাদনা