জাতীয় জলপথ ৬

ভারতের জলপথ

জাতীয় জলপথ ৬ (NW-6) বরাক নদীতে গড়ে তুলা হচ্ছে। ভাঙ্গা থেকে লক্ষীপুর পর্যন্ত ১২১ কিমি এই নদীপথ হল জাতীয় জলপথ ৬। এই জলপথে অতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য চলত। এই জলপথটি এই অঞ্চলের অর্থনীতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

জাতীয় জলপথ ৬
বিস্তারিত
দৈর্ঘ্য১২১ কিমি
উত্তর প্রান্তলক্ষীপুর
দক্ষিণ প্রান্তভাঙ্গা
মালিকানাভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ
পরিচালনাকারীভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ

প্রথম পর্যায় সম্পাদনা

প্রথম পর্যায় ভাঙ্গা থেকে শিলচর পর্যন্ত ৭৬ কিমি জলপথকে জাতীয় জলপথ ৬ এ উন্নিত করা হবে।

দ্বিতীয় পর্যায় সম্পাদনা

দ্বিতীয় পর্যায় শিলচর থেকে লক্ষীপুর পর্যন্ত বাকি ৪৬ কিমি জাতীয় জলপথ গঠনকরা হবে বরাক নদীতে।

তথ্যসূত্র সম্পাদনা