জাতীয় জলপথ ৬ ভারতের পশ্চিমবঙ্গওড়িশা রাজ্যে অবস্থিত।এই জলপথের মোট দৈর্ঘ্য ৬২০ কিলোমিটার।এই জলপথকে ২০০৮ সালে কেন্দ্র সরকার জাতীয় জলপথ হিসাবে ঘোষণা করে।জলপথটি তালচের-ধামরা,গেওখালি-চারসবাতি এবং চরসবতি থেকে পূর্ব উপকূলিও খাল হয়ে ধামরা বন্দর পর্যন্ত বৃস্তিত।[]

জাতীয় জলপথ ৫
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়ভারত সরকার
অবস্থানপশ্চিমবঙ্গ
ওড়িশা
চলাচল
পরিচালক সংস্থাভারত সরকার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rajay Shabha passes National waterways bill"। সংগ্রহের তারিখ ২৭-০৯-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]