জাজি জেলা

আফগানিস্তানের জেলা

জাজি জেলা (পশতু: ځاځي ولسوالۍ, ফার্সি: ولسوالی جاجی), এছাড়াও বলা হয়ে থাকে জাজি, ডিজাডসি অথবা আরিয়ব, আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের একটি জেলা।[[১] জেলাটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে আরিয়ব নামক শহর।

পাক্তিয়া প্রদেশের জেলা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

আফগানিস্তানের অন্যান্য জেলার পরিসংখ্যান অনুযায়ী এই জেলাটিতেও সঠিক জনসংখ্যার কোন হিসাব নেই। আফগানিস্তানের ইউএনএইচসিআর এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও) সহ আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় (এমআরআরডি) এর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৪৫,৯২৩ জন এর মত।[১] একই সূত্র অনুযায়ী জেলাটিতে মোট জনসংখ্যার ১০০% ই পশতুন সম্প্রদায়ের লোকজনের বসবাস।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jaji District Development Plan - MRRD" (পিডিএফ)। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৮