জাগিরোড

আসামের একটি শহর

জাগিরোড আসাম রাজ্যের একটি শহর। জাগিরোড মরিগাঁও জেলার মায়ং সাব-ডিভিশনে অবস্থিত। এটি কোলং নদীর দক্ষিণ তীরে অবস্থিত।[]

জাগিরোড
শহর
জাগিরোড আসাম-এ অবস্থিত
জাগিরোড
জাগিরোড
জাগিরোড ভারত-এ অবস্থিত
জাগিরোড
জাগিরোড
আসামে অবস্থান, ভারত
স্থানাঙ্ক: ২৬°১২′২৮″ উত্তর ৯২°২৪′২২″ পূর্ব / ২৬.২০৭৮১৫° উত্তর ৯২.৪০৬০০৬° পূর্ব / 26.207815; 92.406006
দেশ ভারত
রাজ্যআসাম
জেলামরিগাঁও
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,৭৩৯
ভাষা
 • দাপ্তরিকতিওয়া এবং অসমিয়া
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৮২৪১০
Telephone code+913678
যানবাহন নিবন্ধনAS 21

ব্যুৎপত্তি

সম্পাদনা

এটি আগে নাখোলা নামে পরিচিত ছিল, ভারতের ব্রিটিশ শাসন কালে বাংলাদেশের নোয়াখালি নামের সাথে ঘন-ঘন বিভ্রান্তির কারণে[][]

প্রাচীনকালে কাছাড়ি ও জঙ্গল বলহুর সঙ্গে যুদ্ধ হয়েছিল। তিনি পরাজিত হন এবং পিছু হটতে বাধ্য হন। যে স্থানে তিনি কলংয়ের জল পান করতে থেমেছিলেন, পরে তা রাহা নামে পরিচিতি লাভ করে। যে জায়গায় তিনি কলংয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিলেন তাকে জাগি বলা হয় এবং মরিগাঁওয়ের একটি জায়গা জাগি যাওয়ার রাস্তাটি এই জায়গা দিয়ে গিয়েছে। তাই জায়গাটি জাগিরোড নামে পরিচিত।[][]

জাগিরোড নামটির উৎপত্তি নিয়ে আরেকটি তত্ত্ব পাওয়া যায়। এই তত্তানুযায়ী নামটি জাগলাউ শব্দ থেকে উদ্ভূত হতে পারে, যার অর্থ ডিমসা ভাষায় অসম্ভব বা অসম্ভাব্য। এই তত্ত্বটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে এলাকাটি একসময় তার সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কার্যকলাপের জন্য পরিচিত ছিল এবং জাগিরোড নামটি সেটাই প্রতিফলন করে। উৎপত্তি যাই হোক না কেন, সম্প্রতিকালে জাগিরোড নামটি জনপ্রিয় হয়ে উঠার সঙ্গে-সঙ্গে শহরের পরিচয় ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।[]

জাগিরোড ভারতের আসামের মরিগাঁও জেলায় অবস্থিত একটি শহর। এই শহর গুয়াহাটি শহর থেকে প্রায় প্রায় ৫৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে অবস্থিত।

শহরটির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫২ মিটার উচ্চতায় রয়েছে এবং এটি এমন একটি অঞ্চলে অবস্থিত যা নিম্ন পাহাড় এবং উপত্যকা দ্বারা চিহ্নিত করা যায়‌। এলাকাটি ব্রহ্মপুত্র উপত্যকার অংশ, যেটি তার উর্বর পলিমাটির জন্য পরিচিত এবং এটি হলো দেশের অন্যতম উৎপাদনশীল কৃষি অঞ্চল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Assam: Guwahati city to be extended till Jagiroad in east & Palashbari on west"nenow.in। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৩ 
  2. "সংক্ষিপ্ত ৰুপত মৰিগাঁও জিলাৰ ইতিহাস, অতীত আৰু বৰ্তমান"vikaspedia.in (অসমীয়া ভাষায়)। 
  3. allen, Basil Copleston (১৯০৫)। Assam District Gazetteers: Nowgong (ইংরেজি ভাষায়)। Printed at the Baptist Mission Press। 
  4. Deo Langkhui, Dr. Rita Choudhary, 2005
  5. "Jagalu | English-Assamese Dictionary"xobdo.org