জলবায়ু পরিবর্তন প্রশমন পরিস্থিতি

জলবায়ু পরিবর্তন প্রশমন পরিস্থিতি হলো সম্ভাব্য ভবিষ্যৎ যেখানে জীবাশ্ম জ্বালানি ব্যতীত অন্যান্য শক্তির উৎসগুলোতে ব্যাপক পরিবর্তনের মতো সুচিন্তিত কার্যাদির মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়নকে হ্রাস করা হয়। এই ক্রিয়াকলাপগুলো নির্গমনকে হ্রাস করে যার ফলে পরিবেশে গ্রীনহাউজ গ্যাসের ঘনত্ব এমন স্তরে পৌঁছায় যা জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিণতিকে সীমার মধ্যে রাখে। এই পরিস্থিতিগুলো ব্যবহার করে, একটি অর্থনীতিতে বিভিন্ন কার্বন মূল্যের প্রভাবগুলোর পরীক্ষাকে বিভিন্ন স্তরের গ্লোবাল অ্যাসপিরেশনের কাঠামোর মধ্যে সক্রিয় করা হয়েছে।[১]

বৈশ্বিক গ্রীনহাউজ গ্যাস নির্গমনের সিনারিও। যদি সকল দেশ তাদের বর্তমান প্যারিস চুক্তির প্রতিশ্রুতি অর্জন করে, তবে উষ্ণায়নকে "২° সেন্টিগ্রেডের নীচে" রাখতে ২১০০ সালের মধ্যে গড় উষ্ণায়ন প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের কাঙ্ক্ষিত ঘনত্ব আনয়নের মতো দীর্ঘ পরিসরের একটি লক্ষ্য বাছাই এবং তারপর লক্ষ্য অনুযায়ী যথাযথ ক্রিয়াকলাপ নির্ধারণ-যেমনঃ গ্রীনহাউজ গ্যাসের বৈশ্বিক ও জাতীয় নির্গমনের উপর আবরণ স্থাপন - এর মাধ্যমে একটি সাধারণ প্রশমন পরিস্থিতি নির্মাণ করা হয়।

প্যারিস চুক্তি অনুসারে, প্রাক-শিল্প স্তরের উপরে তাপমাত্রা বৃদ্ধি ১.৫° সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা সহ বৈশ্বিক তাপমাত্রা ২° সেলসিয়াসের বেশি বৃদ্ধি পাওয়ার বিষয়টি- অসহনীয়ভাবে ভয়াবহ জলবায়ু পরিবর্তন গঠনের- বর্ণনায় সর্বাধিক এসেছে। কিছু জলবায়ু বিজ্ঞানী ক্রমবর্ধমান এই ধারণা পোষণ করছেন যে এসকল পরিস্থিতি থেকে বিচ্যুতিকে বাধা দেয় এবং অপরিবর্তনীয় পরিবর্তন আনতে পারে যে কারণগুলো, সেগুলোর জন্য পরিবেশের প্রাক শিল্পাবস্থার একটি সম্পূর্ণ পুনরুদ্ধার হওয়া উচিত।[তথ্যসূত্র প্রয়োজন]

স্ট্যাবিলাইজেশন ওয়েজস সম্পাদনা

স্ট্যাবিলাইজেশন ওয়েজ ( বা সিম্পলি " ওয়েজ") হলো এমন একটি ক্রিয়া যা ক্রমান্বয়ে অভিক্ষিপ্ত নির্গমনকে হ্রাস করে। সময়ের সাথে সংকুচিত ও অসংকুচিত নির্গমন ট্র্যাজেকটরিকে নিয়ে অংকিত লেখচিত্রে প্রাপ্ত ত্রিভুজাকার গ্যাপ থেকে নামটি গৃহীত হয়েছে। উদাহরণস্বরূপ, বর্ধিত কার্যকারিতার ফলে বিদ্যুতের চাহিদা হ্রাসের অর্থ হলো কম বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্গমন হ্রাস পাওয়া। স্ট্যাবিলাইজেশন ওয়েজ গেইম থেকে এই টার্মের উৎপত্তি। রেফারেন্স ইউনিট হিসেবে, একটি স্ট্যাবিলাইজেশন ওয়েজ নিম্নোক্ত প্রশমন উদ্যোগের উদাহরণগুলোর সমানঃ দুই লক্ষ ১০ মেগাওয়াট বায়ু টারবাইন স্থাপন ; সম্পূর্ণরূপে বন উজাড় বন্ধকরণ এবং ৩০০ মিলিয়ন হেক্টর বৃক্ষ রোপণ ; বিশ্বের সকল বিল্ডিং এর গড় শক্তি দক্ষতা ২৫ শতাংশ বৃদ্ধি [কখন?] ; অথবা ৮০০ টি বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কার্বন ক্যাপচার ও স্টোরেজ সুবিধা স্থাপন করা।[২] জলবায়ু পরিবর্তন প্রশমনের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে প্যাকালা ও সোসালো তাদের স্ট্যাবিলাইজেশন ওয়েজের কাজে প্রস্তাবনা রাখে যে, বর্তমান প্রযুক্তিগুলোতে ২০৫০ সালের মধ্যে সাতটি ওয়েজ সরবরাহ করা দরকার।[৩] তবে, এমন উৎস রয়েছে যেগুলো ১৪ টি ওয়েজের প্রয়োজনীয়তার ধারণা দেয় কারণ প্যাকালা ও সোসালোর প্রস্তাবনা শুধুমাত্র কার্বন ডাই-অক্সাইড এর নির্গমনকে বর্তমান স্তরে স্থিতিশীল করবে কিন্তু বায়ুমন্ডলীয় ঘনত্বকে নয়, যা প্রতিবছর ২ পিপিএম এরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে।[২] ২০১১ সালে সোসালো তাদের পূর্বোক্ত ধারণা ন' এ পুনর্বিবেচনা করে নিয়েছিল।[৪]

কার্বন ডাই-অক্সাইড এর লক্ষ্য মাত্রা সম্পাদনা

জলবায়ু পরিবর্তনের অবদান সমূহ, তারা পৃথিবীকে শীতল বা উষ্ণ রাখুক না কেন, গ্রহের শক্তির বাজেটের সাথে পরিচয় করিয়ে দেয় এমন রেডিয়েটিভ ফোর্সিং বা ভারসাম্যহীনতার ক্ষেত্রে প্রায়ই তাদের বর্ণনা করা হয়। এখন এবং ভবিষ্যতের জন্য, অ্যানথ্রোপোজেনিক কার্বন ডাই-অক্সাইডকে এই ফোর্সিং এর মূল উপাদান হিসাবে বিবেচনা করা হয়, এবং অন্যান্য উপাদানের অবদানকে " প্রতি মিলিয়ন কার্বন ডাই-অক্সাইড এর সমতুল্য অংশ "(পিপিএম সিওটুই) অথবা কার্বন ডাই-অক্সাইড ঘনত্বের বৃদ্ধি /হ্রাসের হিসাবে পরিমাপ করা হয় যা সমপরিমাণ রেডিয়েটিভ ফোর্সিং তৈরি করে।

বর্তমানে, জলবায়ু পরিবর্তনে কার্বন ডাই-অক্সাইড ব্যতীত অন্যান্য উপাদানের অবদানকে প্রায় বাতিল বিবেচনা করা হয়, যাতে পিপিএম সিওটু-ই তে প্রকাশিত রেডিয়েটিভ ফোর্সিং এর মোট পরিমাণ কার্বন ডাই-অক্সাইড এর বর্তমান প্রকৃত স্তরের প্রায় সমান হয় ( ৪০৬.৭৫ পিপিএম কার্বন ডাই-অক্সাইড, ডিসেম্বর ২০১৭ এর হিসাবে)। কিছুটা হলেও, এটি শুধুমাত্র পিপিএম সিওটু এর শর্তাদি ও শর্তাবলীর বক্তব্যকে প্রমাণ করে, যেমনটি সাধারণত হয়। যাইহোক, ভবিষ্যতে ইতিবাচক ও নেতিবাচক নন-সিওটু সমন্বয় বজায় রাখবে না এবং তাই জন্য সিওটুই এর ক্ষেত্রে বর্ণিত লক্ষ্য কম অনিশ্চিত।[তথ্যসূত্র প্রয়োজন]

৪৫০ পিপিএম সম্পাদনা

২০০৮ সালের আইইএ এর এনার্জি টেকনোলজি পার্সপেক্টিভস প্রকাশনাতে বিএলইউই এর পরিস্থিতিগুলো ৪৫০ পিপিএমের দীর্ঘ পরিসরের যাত্রা বর্ণনা করে। জোসেফ রোম ১৪ টি ওয়েজ প্রয়োগের মাধ্যমে কীভাবে এই লক্ষ্য অর্জন করা যায় তার স্কেচ করেছেন।[৫]

উপরোল্লিখিত ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০০৮ এ, একটি " ৪৫০ পলিসি সিনারিও" বর্ণনা করা হয় যেখানে ২০৩০ থেকে অতিরিক্ত জ্বালানি বিনিয়োগের রেফারেন্স সিনারিও এর তুলনায় ৯.৩ ট্রিলিয়ন ডলারে পরিণত হয়েছে। ২০২০ সালের পর, ওইসিডিইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রাথমিকভাবে পরিচালিত একটি বৈশ্বিক ক্যাপ-অ্যান্ড-ট্র্যাড স্কিমে চীনভারতের মতো বৃহৎ অর্থনীতির অংশীদারের দৃশ্যপটও রয়েছে। এছাড়াও নেতিবাচক নির্গমনের বিস্তৃত স্থাপনের জন্য কম রক্ষণশীল ৪৫০ পিপিএম সিনারিও প্রয়োজন, অর্থাৎ পরিবেশ থেকে সিওটু অপসারণ। আন্তর্জাতিক শক্তি সংস্থা ( আইইএ) এবং ওইসিডি অনুসারে, নিম্ন ঘনত্বের লক্ষ্যমাত্রা অর্জন (৪৫০ পিপিএম) তাৎপর্যপূর্ণভাবে বিইসিসিএস এর ব্যবহারের উপর নির্ভর করে।[৬]

৫৫০ পিপিএম সম্পাদনা

স্টার্ন রিভিউতে এই লক্ষ্যটি সমর্থিত ( উচ্চ সীমা হিসাবে)। জলবায়ু সংবেদনশীলতার প্রচলিত ধারণা অনুসারে, প্রাক-শিল্প সময় অপেক্ষা সিওটু এর স্তর দ্বিগুণ হওয়া বলতে প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। প্যাকালা এবং সোসালো ১৫ টি "ওয়েজ" এর তালিকা তৈরি করে যার মধ্যে ৭ টি কম্বিনেশনে সিওটু এর লেভেল ৫৫০ পিপিএম এর নিচে রাখার জন্য যথেষ্ট।[৭]

২০০৮ সালের আন্তর্জাতিক শক্তি সংস্থার ওয়ার্ল্ড এনার্জি আউটলুকের রিপোর্টে বিশ্বের ভবিষ্যৎ জ্বালানির জন্য একটি "রেফারেন্স সিনারিও" বর্ণনা করা হয়েছে "যেখানে ২০০৮ এর মধ্যবর্তী সময়ে গৃহীত নীতিমালাগুলো বাদে নতুন কোনো সরকারি নীতিমালা অন্তর্ভুক্ত করা হয় নি", এবং এছাড়াও একটি "৫৫০ পলিসি সিনারিও" যেখানে আরও নীতিমালা গৃহীত হয়েছে, " কাপ অ্যান্ড ট্র্যাড সিস্টেম, বিভাগীয় চুক্তি ও জাতীয় ব্যবস্থার একটি মিশ্রণ " ও প্রতিবেদনটিতে বর্ণিত হয়েছে। রেফারেন্স সিনারিওতে, ২০০৬ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্ব শক্তি - সরবরাহের অবকাঠামোতে ২৬.৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করে; ৫৫০ পলিসি সিনারিওতে, এই সময়ের মধ্যে আরও ৪.১ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়, বেশিরভাগই দক্ষতা বৃদ্ধিতে যা ৭ ট্রিলিয়ন ডলারের বেশি জ্বালানি খরচ সাশ্রয় করে।[৮]

অন্যান্য গ্রীনহাউজ গ্যাস সম্পাদনা

গ্রীনহাউজ গ্যাসের ঘনত্ব কার্বন ডাই-অক্সাইড সমতুল্যের ক্ষেত্রে একত্রিত। কিছু মাল্টি-গ্যাস প্রশমন সিনারিও মিনশাউসন এট আল মডেল করেছেন।[৯]

স্বল্পমেয়াদী ফোকাস হিসেবে সম্পাদনা

২০০০ এর একটি গবেষণাপত্রে[১০], হ্যানসেন যুক্তি দিয়েছিলেন যে গত ১০০ বছরে গড় বৈশ্বিক তাপমাত্রা ০.৭৫° সেলসিয়াস[যাচাইকরণ ব্যর্থ হয়েছে] বৃদ্ধি মূলত কার্বন ডাই-অক্সাইড ব্যতীত অন্যান্য গ্রীনহাউজ গ্যাস দ্বারা চালিত হয়েছে, যেহেতু সিওটু এর ফলে সৃষ্ট উষ্ণায়ন অ্যারোসল দ্বারা শীতলীকরণের মাধ্যমে প্রশমিত হয়েছিল, দীর্ঘ পরিসরে শুধুমাত্র সিওটু কে ফোকাসে রেখে প্রাথমিকভাবে নন-সিওটু গ্রীনহাউজ গ্যাস ও ব্ল্যাক কার্বনের নির্গমন হ্রাসের ভিত্তিতে প্রণীত কৌশলের কার্যকারিতা প্রকাশ করে।[১১]

২০০৯ সালে ফরেন অ্যাফেয়ারসে বীরভদ্র রমনাথ ও জেসিকা সিডনও এই যুক্তি দিয়েছিলেন।[১২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Commonwealth of Australia, “Climate Change Mitigation Scenarios: Modeling report provided to the Climate Change Authority in support of its Caps and Targets Review,” 2013. Retrieved 13 December 2018 from https://www.environment.gov.au/system/files/resources/a28424ae-cce9-48c9-aad2-56b3db0920a5/files/climate-change-mitigation-scenarios.pdf
  2. Dawson, Brian; Spannagle, Matt (২০০৮)। The Complete Guide to Climate Change । Oxon: Routledge। পৃষ্ঠা 283আইএসবিএন 978-0415477895 
  3. Pacala, S.; Socolow, R. (২০০৪-০৮-১৩)। "Stabilization Wedges: Solving the Climate Problem for the Next 50 Years with Current Technologies"। Science (ইংরেজি ভাষায়)। 305 (5686): 968–972। আইএসএসএন 0036-8075এসটুসিআইডি 2203046ডিওআই:10.1126/science.1100103পিএমআইডি 15310891বিবকোড:2004Sci...305..968Pসাইট সিয়ারX 10.1.1.642.8472  
  4. Socolow, Robert (সেপ্টেম্বর ২৭, ২০১১)। "Wedges reaffirmed - Bulletin of the Atomic Scientists"Bulletin of the Atomic Scientists (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৭ 
  5. Is 450 ppm (or less) politically possible? Part 2: The Solution
  6. "OECD Environmental Outlook to 2050, Climate Change Chapter, pre-release version" (পিডিএফ)OECD। ২০১১। সংগ্রহের তারিখ ২০১২-০১-১৬ 
  7. Pacala, S.; Socolow, R. (১৩ আগস্ট ২০০৪)। "Stabilization Wedges: Solving the Climate Problem for the Next 50 Years with Current Technologies"। Science305 (5686): 968–972। এসটুসিআইডি 2203046ডিওআই:10.1126/science.1100103পিএমআইডি 15310891বিবকোড:2004Sci...305..968Pসাইট সিয়ারX 10.1.1.642.8472  
  8. http://www.iea.org/weo/docs/weo2008/fact_sheets_08.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-১১-১৭ তারিখে World Energy Outlook 2008 Fact Sheet
  9. Meinshausen, M.; Hare, B.; Wigley, T. M. M.; Vuuren, D.; Elzen, M. G. J.; Swart, R. (২০০৬)। "Multi-gas Emissions Pathways to Meet Climate Targets" (পিডিএফ)Climatic Change75 (1–2): 151। hdl:20.500.11850/36894 এসটুসিআইডি 55462579ডিওআই:10.1007/s10584-005-9013-2বিবকোড:2006ClCh...75..151M 
  10. Hansen, James; Sato, Makiko; Ruedy, Reto; Lacis, Andrew; Oinas, Valdar (২৯ আগস্ট ২০০০)। "Global warming in the twenty-first century: An alternative scenario"Proceedings of the National Academy of Sciences97 (18): 9875–9880। ডিওআই:10.1073/pnas.170278997 পিএমআইডি 10944197পিএমসি 27611 বিবকোড:2000PNAS...97.9875H 
  11. Review of Hansen et al.: Global Warming in the Twenty-First Century: An Alternative Scenario[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. Why Black Carbon and Ozone Also Matter

টেমপ্লেট:এনার্জি মডেলিং