জর্ডানের সাধারণ নির্বাচন, ১৯৫৬

১৯৫৬ সালের [] ২১ অক্টোবর জর্ডানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল ১২টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়।[]

১৯৫৬ সালের নির্বাচনী প্রচারের সময় আম্মানে একটি নির্বাচনী সমাবেশ।

নির্বাচনগুলিকে জর্ডানের ইতিহাসে সবচেয়ে অবাধ নির্বাচন হিসাবে বিবেচনা করা হয়েছিল এবং এটিই একটি নির্বাচিত সরকার তৈরির প্রথম এবং একমাত্র নির্বাচন।[] হিযবুত তাহরীর, যেটি একটি একক আসন জিতেছিল, পরে নিষিদ্ধ করা হয়েছিল।

দলআসন+/–
জাতীয় সমাজতান্ত্রিক দল১২নতুন
আরব সাংবিধানিক দলনতুন
মুসলিম ব্রাদারহুডনতুন
কমিউনিস্ট পার্টিনতুন
আরব সমাজতান্ত্রিক বাথ পার্টিনতুন
হিযবুত তাহরীরনতুন
স্বতন্ত্র১০–২৮
মোট৪০0
উৎস: Tal[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume I, p148 আইএসবিএন ০-১৯-৯২৪৯৫৮-X
  2. Nohlen et al., p151
  3. Lawrence Tal (১২ নভেম্বর ২০০২)। Politics, the Military and National Security in Jordan, 1955–1967। Political Science। পৃষ্ঠা 39। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  4. Lawrence Tal (১২ নভেম্বর ২০০২)। Politics, the Military and National Security in Jordan, 1955-1967। Political Science। পৃষ্ঠা 38। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭