জর্জ স্ট্যানলি (ব্রিটিশ রাজনীতিবিদ)

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার জর্জ ফ্রেডরিক স্ট্যানলি GCSI GCIE সিএমজি (১৪ অক্টোবর ১৮৭২ - ১ জুলাই ১৯৩৮) ছিলেন একজন ব্রিটিশ সৈনিক এবং কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি প্রেস্টন এবং পরবর্তীতে উইলসডেন ইস্টের ইউকে পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯২৯ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত মাদ্রাজের গভর্নর এবং ১৯৩৪ সালে ভারতের ভারপ্রাপ্ত ভাইসরয় হিসেবেও দায়িত্ব পালন করেন।

চিত্র:George F Stanley.jpg

তথ্যসূত্র

সম্পাদনা
  • C. G. Barbar; A. Mohanakrishnan (১৯৮৭)। History of the Cauvery-Mettur Project। Central Board of Irrigation & Power। 
  • Muthiah, S. (২০০৪)। Madras Rediscovered। East West Books (Madras) Pvt Ltd। আইএসবিএন 81-88661-24-4 

বহিঃসংযোগ

সম্পাদনা