জর্জিনা বার্ডাখ

আর্জেন্টাইন সাঁতারু

জর্জিনা বার্ডাখ মার্টিন (জন্ম ১৮ই আগস্ট, ১৯৮৩ কর্ডোবা প্রভিন্স, আর্জেন্টিনাতে) একজন আর্জেন্টিনীয় সাঁতারু। মস্কোতে অনুষ্ঠিত ২০০২ FINA স্বল্পপাল্লার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৪০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন। স্যান্টো ডমিঙ্গোতে অনুষ্ঠিত ২০০৩ প্যান আমেরিকান গেমসে তিনি স্বর্ণপদকও জেতেন।[২]

জর্জিনা বার্ডাখ
২০০৬ সালে বুয়েন্স আয়ার্সে জর্জিনা বার্ডাখ মার্টিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজর্জিনা বার্ডাখ মার্টিন
জাতীয়তা আর্জেন্টিনা
জন্ম (1983-08-18) ১৮ আগস্ট ১৯৮৩ (বয়স ৪০)
কর্ডোবা প্রভিন্স, আর্জেন্টিনা
ক্রীড়া
ক্রীড়াসাঁতার
ধরনব্যক্তিগত মেডলি
পদকের তথ্য
মহিলাদের সাঁতার
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৪ আথেন্স ৪০০মিটার মেডলি
বিশ্ব স্বল্পপাল্লার প্রতিযোগিতা
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০২ মস্কো ৪০০মিটার মেডলি
প্যান আমেরিকান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৩ স্যান্টো ডমিঙ্গো ৪০০মিটার মেডলি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৭ রিও[১] ৪০০মিটার মেডলি

অ্যাথেন্সে অনুষ্ঠিত ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকসে তিনি ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার - মহিলাদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন ৪:৩৭.৫১ সময়ে।[৩] বার্ডাখ সিডনির ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করলেও প্রারম্ভিক হিটের পর আর এগোতে পারেননি।

মে ২০০৬-এর ব্রাজিলীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে, বার্ডাখ ২০০মিটার ব্যাকস্ট্রোকের দক্ষিণ আমেরিকান রেকর্ড লম্বাদৈর্ঘ্যের পুলে ২:১৭.০৩৩ সময়ে ভাঙেন। এটি ফাবিওলা মলিনার ১৯৯৭ সালের রেকর্ডের থেকে ৬মিলিসেকেন্ড কম।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২০০৭ প্যান আমেরিকান গেমস রিও ফলাফল"। ২০০৭-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-২৯ 
  2. "সাঁতার প্রতিযোগিতার ফলাফল"। ২০১১-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৪ 
  3. "২০০৪ অলিম্পিক গেমসে সাঁতারের ফলাফল"CNN। ২০১৩-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-২২