জয়শ্রী খাদিলকার

ভারতীয় দাবা খেলোয়াড়

জয়শ্রী খাদিলকার পান্ডে (জন্ম ২৫শে এপ্রিল ১৯৬২) হলেন একজন ভারতীয় দাবা খেলোয়াড়। তিনি ১৯৭৯ সালে মহিলা আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) এর ফিদে খেতাব পেয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এই খেতাব অর্জন করেছিলেন।[২] তিনি ভারতের প্রথম খেলোয়াড় যিনি এই খেতাব অর্জন করেছেন[৩] এবং চারবার ভারতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছেন।[৪]

জয়শ্রী খাদিলকার পাণ্ডে
রিও ডি জেনিরো, ১৯৭৯
দেশভারত
জন্ম (1962-04-25) ২৫ এপ্রিল ১৯৬২ (বয়স ৬১)
খেতাবমহিলা আন্তর্জাতিক মাস্টার (১৯৭৯)
ফিদে রেটিং২১২০ [নিষ্ক্রিয়]
সর্বোচ্চ রেটিং২১২০ (জানুয়ারি ১৯৮৭)[১]
১৯৮০ দাবা অলিম্পিয়াড, ভ্যালেটাতে খালদিকার বোনেরা

জাতীয় ক্ষেত্রে অবদান সম্পাদনা

১৯৭০ এর দশকের গোড়ার দিকে খাদিলকার বোনেরা দাবা ক্রীড়াক্ষেত্রে প্রবেশ না করা পর্যন্ত, ভারতীয় মহিলাদের দাবা প্রায় অস্তিত্বহীন ছিল। তার আগে, ১৯৩৩ সালে ফাতিমা গোলাম নামে একজন ভারতীয় মহিলা ব্রিটিশ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। যে অঞ্চল থেকে তিনি এসেছিলেন সেটি অবিভক্ত ভারতের অংশ হলেও এখন পাকিস্তানে। তাই তাঁর উৎপত্তি দেশ নিয়ে বিতর্ক হতে পারে।[৫]

আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান সম্পাদনা

জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে মহিলা দাবা খেলোয়াড়দের লিঙ্গ বৈষম্যের কারণে অযোগ্য ঘোষণা করা হত। জয়শ্রী খাদিলকার মহিলা খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক দাবা জগতের এই নিয়মের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ফিদে সভাপতির কাছ থেকে একটি আদেশপত্র সুরক্ষিত করেছিলেন, যার ফলে লিঙ্গের কারণে আর মহিলা দাবা খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা যেতনা।[২]

তিন খাদিলকার বোন, বাসন্তী, জয়শ্রী এবং রোহিনী ভারতের মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করেছিলেন, প্রতিযোগিতা শুরুর প্রথম দশকে তাঁরা সমস্ত শিরোপা জিতেছিলেন।[৪] জয়শ্রীর সর্বোচ্চ ফিদে মর্যাদাক্রম ছিল ২১২০, যা তিনি ১৯৮৭ সালের জানুয়ারি মাসে অর্জন করেছিলেন। তিন বোনের মধ্যে তিনি সবচেয়ে বেশি শিরোপা এবং টুর্নামেন্ট জিতেছেন।[২]

তিনি নব কাল পত্রিকার সম্পাদক, মুদ্রক এবং প্রকাশকও।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Khadilkar, Jayshree FIDE rating history, 1979-2001 at OlimpBase.org
  2. Jackson, John (২৮ সেপ্টেম্বর ২০১৭)। "The Khadilkar Sisters"Chess-Site.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩ 
  3. D.K. Bharadwaj (2003-05-13). "A big boom in the brain game". Press Information Bureau, Government of India.
  4. Menon, Ajay (৩ জুন ২০১২)। "Anand's win fires former chess whiz from Girgaon"Hindustan TimesMumbai। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪ 
  5. "The evolution of women's chess in India"। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৩ 
  6. "Information box at bottom-left on Page 11" (পিডিএফ)Nava Kaal (Marathi ভাষায়)। Mumbai। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা