জমজ আপাত-নক্ষত্র হলো প্রথম সনাক্তকৃত কোনো মহাকর্ষীয় লেন্সড বস্তু যা জমজ কিউএসও, দ্বৈত আপাত-নক্ষত্র, এসবিএস ০৯৫৭-৫৬১, টিএক্সএস ০৯৫৭-৫৬১, কিউ০৯৫৭-৫৬১, কিউএসও ০৯৫৭-৫৬১ এ/বি হিসেবেও পরিচিত। এটি ১৯৭৯ সালে আবিষ্কৃত হয়। প্রকৃতপক্ষে, এটি মূলত একটি আপাত-নক্ষত্র যা পৃথিবী ও এর দৃষ্টি রেখায় অবস্থিত ওয়াইজিকেওডব্লিউ জি১ নামক গ্যালাক্সির মহাকর্ষীয় লেন্সিং এর কারণে দুইটি বিম্ব হিসেবে প্রতীয়মান হয়।

জমজ আপাত-নক্ষত্র কিউ০৯৫৭-৫৬১
চিত্রের ঠিক মাঝের দিকে জমজ আপাত-নক্ষত্র কিউ০৯৫৭-৫৬১-কে দেখা যাচ্ছে, যা পৃথিবী হতে ৭.৮ বিলিয়ন আলোক-বর্ষ দূরে অবস্থিত।[১]
পর্যবেক্ষণ তথ্য (ইপক জে২০০০)
তারামণ্ডলসপ্তর্ষি মণ্ডল
বিষুবাংশ ১০ ০১মি ২০.৯৯সে
বিষুবলম্ব+৫৫° ৫৩′ ৫৬.৫″
লোহিত সরণ১.৪১৩
দূরত্ব৮,৭০,০০,০০,০০০ ly (২,৪০,০০,০০,০০০ pc)
ধরনRad
আপাত মাত্রা (৫ম)৬" দুরত্ব
আপাত মান (৫ম)১৬.৭
অন্যান্য নাম
দ্বৈত আপাত-নক্ষত্র, জমজ QSO, QSO 0957+561, Q0957+561, SBS 0957+561, TXS 0957+561, 8C 0958+561, PGC 2518326, A: USNO-A2 1425-7427021 B:USNO-A2 1425-7427023
আরও দেখুন: আপাত-নক্ষত্র, আপাত-নক্ষত্রের তালিকা

লেন্স সম্পাদনা

এক্ষেত্রে ওয়াইজিকেওডব্লিউ জি১ নামক একটি দৈত্যাকার উপবৃত্তাকার ছায়াপথ (কিছু ক্ষেত্রে জি১ বা কিউ০৯৫৭-৫৬১ জি১-ও বলা হয়) লেন্স হিসেবে কাজ করে। এর অবস্থান এমন একটি ছায়াপথ স্তবকে যা এই লেন্সিং-এ অবদান রাখে।[২]

আপাত-নক্ষত্র সম্পাদনা

কিউএসও ০৯৫৭-৫৬১ একিউএসও ০৯৫৭-৫৬১ বি হলো একটি দ্বৈত-বিম্বিত আপাত-নক্ষত্রের দুইটি অংশ, অর্থাৎ পৃথিবী ও আপাত-নক্ষত্রটির মধ্যস্থ ভর আলোকে বাঁকিয়ে দিয়ে আপাত-নক্ষত্রটিকে দুইটি বিম্বের আকারে দৃশ্যমান করে। এই প্রক্রিয়াটি মহাকর্ষীয় লেন্সিং হিসেবে পরিচিত যা আইনস্টাইনিয় স্থান-কালের বক্রতার ফল।

জমজ আপাত-নক্ষত্রটির বিম্বদ্বয় একে অপরের থেকে ৬ ধনুসেকেন্ডে পৃথক। উভয় বিম্বেরই আপাত মান ১৭ যেখানে এ অংশের ১৬.৫ এবং বি অংশের ১৬.৭। এদের মাঝে ৪১৭ ± ৩ দিন সময়ের ব্যবধান রয়েছে।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Seeing double"ESA/Hubble Picture of the Week। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৪ 
  2. Nomenclature of Celestial Objects (Result I)
  3. Kundic, T.; Turner, E.L.; Colley, W.N.; Gott, III; Rhoads, J.E. (১৯৯৭)। "A robust determination of the time delay in 0957+561A,B and a measurement of the global value of Hubble's constant"। Astrophys. J.482 (1): 75–82। arXiv:astro-ph/9610162 ডিওআই:10.1086/304147বিবকোড:1997ApJ...482...75K 

বহিঃসংযোগ সম্পাদনা