জবা চৌধুরী

বাংলাদেশী অভিনেত্রী

জবা চৌধুরী বা জোবায়দা খাতুন (১৯৪৭-৩ মে ২০২০) বাংলাদেশী চলচ্চিত্র ও মঞ্চনাটকের অভিনেত্রী।[১]

জবা চৌধুরী
জন্ম১৯৪৭
মৃত্যু (বয়স ৭৩)
অন্যান্য নামজোবায়দা খাতুন
পরিচিতির কারণজিঘাংসা (১৯৭৪)
দাম্পত্য সঙ্গীআবু তাহের

ব্যক্তিগত জীবন সম্পাদনা

চৌধুরী জিঘাংসা চলচ্চিত্রে অভিনয় শেষে এ চলচ্চিত্রের প্রযোজক আবু তাহেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তার কোনো সন্তান ছিলো না। তিনি ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকায় বসবাস করেন।[২] ২০২০ সালে তার মৃত্যুতে তিনি পুনরায় আলোচনায় আসেন।[৩] বাংলাদেশের মূলধারা জাতীয় দৈনিকে তাকে হারিয়ে যাওয়া চিত্র নায়িকা দাবি করা হয়। তাকে নিয়ে দেশটির জাতীয় দৈনিক প্রথম আলোতে শিরোনাম করে ‘৪৫ বছর পর নায়িকার খোঁজ মিলল মৃত্যুর খবরে’

অভিনয় সম্পাদনা

তিনি ১৯৭৪ সালে জিঘাংসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী তার অভিনীত চলচ্চিত্রটি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে তিনি আর কোনো চলচ্চিত্রে অংশ নেননি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৪৫ বছর পর নায়িকার খোঁজ মিলল মৃত্যুর খবরে"prothomalo.com। ৩ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ৪, ২০২০ 
  2. "৪৫ বছর ধরে নিখোঁজ নায়িকা, খোঁজ মিলল মৃত্যুর খবরে"jugantor.com। ৪ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ৪, ২০২০ 
  3. "সত্তর দশকের হিট ছবির নায়িকা জবা চৌধুরী মারা গেছেন"rtvonline.com। ৪ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ৪, ২০২০