জবরদস্ত প্রেমিক ২০১৬ সালে মুক্তি পাওয়া ওড়িয়া চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার দক্ষিণ ভারতের পরিচালক রাজু সরভায়া। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন অরুণ পাণ্ডিয়ান ও কবিতা পাণ্ডিয়ান।[২]

জবরদস্ত প্রেমিক
জবরদস্ত প্রেমিক চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজু সরভায়া
প্রযোজকঅরুণ পাণ্ডিয়ান, কবিতা পাণ্ডিয়ান
রচয়িতা(সংলাপ): ডঃ নির্মল নায়ক
চিত্রনাট্যকাররাজু সরভায়া
শ্রেষ্ঠাংশেবাবুশান, ঝিলিক, সিদ্ধার্থ, মিহির দাস, অপরাজিতা মহান্তি, হরিহর মহাপাত্র প্রমুখ
সুরকারঅভিজিত মজুমদার
চিত্রগ্রাহকপি. সেলভাকুমার
সম্পাদকসুকুমার মনি
মুক্তি১৩ এপ্রিল, ২০১৬
দেশ ভারত
ভাষাওড়িয়া[১][২]

অভিনয়ে সম্পাদনা

  • বাবুশান
  • ঝিলিক ভট্টাচার্য্য
  • মিহির দাস
  • অপরাজিতা মহান্তি
  • প্রিয়াংকা মহাপাত্র
  • হরিহর মহাপাত্র
  • সিদ্ধার্থ
  • বিদুস্মিতা
  • সরোজ দাস
  • দেবু পট্টনায়ক
  • পুষ্পা পণ্ডা
  • অঙ্কিতা রাউত[২]

সঙ্গীত সম্পাদনা

শিরোনাম গীতিকার কন্ঠশিল্পী
জবরদস্ত প্রেমিক নির্মল নায়ক সৌরিন ভট্ট
আইয়ো আম্মা নিজাম সত্যজিৎ প্রধান, অঞ্জলি মিশ্র
এ গাই কাহার নির্মল নায়ক সুমন, অভিজিত মজুমদার
ঝুট বোলে কৌয়া কাটে নির্মল নায়ক বিষ্ণুমোহন কবি
মন খালি ততে চাঁহে নিজাম হ্যুমান সাগর

তথ্যসূত্র সম্পাদনা