জন বিফেন

ব্রিটিশ রাজনীতিবিদ

উইলিয়াম জন বিফেন, ব্যারন বিফেন, পিসি, DL (৩ নভেম্বর ১৯৩০ - ১৪ আগস্ট ২০০৭), ছিলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। তিনি ১৯৬১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং মার্গারেট থ্যাচারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন; এরপর তিনি হাউস অফ লর্ডসে দায়িত্ব পালন করেন।

চিত্র:John-Biffen.jpg

বিফেন ১৯৭৯ সালে সারাহ উডকে বিয়ে করেন। তার এক সৎপুত্র ছিল, নিকোলাস উড, নিউ ইয়র্ক টাইমস এবং ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের একজন সংবাদদাতা এবং একজন সৎ কন্যা লুসি।[১] পরিবার টানাট হাউস, Llanyblodwel এ বাস করত।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Lords Hansard text for 6 December 2005 (51206-22)"। Parliament of the United Kingdom। ২৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭ 
  2. Shropshire County Guide। British Publishing Company, Gloucester। ১৯৮৮। পৃষ্ঠা 121। আইএসবিএন 0-903802-40-6 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • জন বিফেন, নেশন ইন ডাউট (রক্ষণশীল রাজনৈতিক কেন্দ্র, 1976)।
  • জন বিফেন, রাজনৈতিক অফিস, নাকি রাজনৈতিক ক্ষমতা? : জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক ছয়টি বক্তৃতা ( সেন্টার ফর পলিসি স্টাডিজ, 1977)।
  • জন বিফেন, 'দ্য কনজারভেটিজম অফ লেবার', মরিস কাউলিং (সম্পাদনা), রক্ষণশীল রচনা (ক্যাসেল, 1978), পিপি। 155-167।
  • জন বিফেন, 'ইনসাইড দ্য হাউস অফ কমন্স', (1989)।
  • জন বিফেন, ইনসাইড ওয়েস্টমিনস্টার (Andre Deutsch Ltd, 1996)।

বহিঃসংযোগ

সম্পাদনা