জন বিউফোর্ট, সমারসেটের প্রথম ডিউক

জন বিউফোর্ট, সমারসেটের প্রথম ডিউক (ইংরেজি: John Beaufort, 1st Duke of Somerset) (১৪০৩ – ১৪৪৪) ছিলেন ইংল্যান্ডের প্ল্যান্টাজেনেট রাজবংশের সদস্য ও সেনানায়ক৷[১] তার পিতা ছিলেন সমারসেটের প্রথম আর্ল জন বিউফোর্ট, যিনি ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ডের পৌত্র। বিফর্ট ছিলেন গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যাণ্ডের সম্মিলিত যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের পূর্বপুরুষ৷

সমারসেটের ডিউক
বিউফোর্টের পাঞ্জা, সমারসেটের আর্ল ও ডিউক
সমারসেটের আর্ল
পূর্বসূরিহেনরি বিউফোর্ট, ২য় আর্ল
উত্তরসূরিএডমন্ড বিউফোর্ট, ৪র্থ আর্ল, ২য় ডিউক
মৃত্যু২৭ মে ১৪৪৪(১৪৪৪-০৫-২৭) (বয়স ৪০)
দাম্পত্য সঙ্গীমার্গারেট বিউচ্যাম্প
বংশধরলেডি মার্গারেট বিউফোর্ট
রাজবংশহাউজ অব বিউফোর্ট
পিতাজন বিউফোর্ট, ১ম আর্ল
মাতামার্গারেট হল্যান্ড, কাউন্টেস অব সমারসেট

তথ্যসূত্র সম্পাদনা

  1.   "Beaufort, John"। Dictionary of National Biography। London: Smith, Elder & Co। ১৮৮৫–১৯০০।