জন বার্কলে (১৩৫২-১৪২৮)

স্যার জন বার্কলে (২১ জানুয়ারী ১৩৫২ - ৫ মার্চ ১৪২৮), [১] বেভারস্টন ক্যাসল, গ্লুচেস্টারশায়ার একজন ইংরেজ রাজনীতিবিদ ছিলেন। ১৩৮৩ সালের আগে তিনি নাইট উপাধি লাভ করেন।

তিনি ছিলেন বার্কলে ক্যাসলের থমাস বার্কলে, তৃতীয় ব্যারন বার্কলে এবং তার দ্বিতীয় স্ত্রী ক্যাথরিন ক্লিভেডনের ছেলে।[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BERKELEY, Sir John I (1352-1428), of Beverstone castle, Glos. - History of Parliament Online"www.historyofparliamentonline.org 
  2. "Berkeley [née Clivedon], Katherine, Lady Berkeley (d. 1385), benefactor"অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস।  (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।)