জন পেজ (হ্যারো ওয়েস্টের সংসদ সদস্য)

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার আর্থার জন পেজ (১৬ সেপ্টেম্বর ১৯১৯ - ৩১ অক্টোবর ২০০৮), [১] স্যার জন পেজ নামে পরিচিত, একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন।

স্যার আর্থার পেজের ছেলে, বার্মার প্রধান বিচারপতি, পেজ কেমব্রিজের হ্যারো অ্যান্ড ম্যাগডালিন কলেজে শিক্ষিত ছিলেন। তিনি বেথনাল গ্রিন এবং ইস্ট লন্ডন হাউজিং অ্যাসোসিয়েশনের সেলস ম্যানেজার এবং চেয়ারম্যান ছিলেন।

পেজ প্রথম পার্লামেন্টে দাঁড়ায় ১৯৫৯ সালের সাধারণ নির্বাচনে ইটন এবং স্লোতে, কিন্তু সাফল্য ছাড়াই।[২] তিনি ১৯৬০ সালে একটি উপ-নির্বাচনে হ্যারো ওয়েস্টের সংসদ সদস্য (এমপি) হিসাবে নির্বাচিত হন এবং ১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে সংসদ থেকে অবসর না নেওয়া পর্যন্ত এই আসনটি অধিষ্ঠিত ছিলেন। হাউস অফ কমন্সে তিনি ১৯৭০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রক্ষণশীল সংসদীয় শ্রম বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন (সচিব ১৯৬০-৬১, ভাইস-চেয়ারম্যান ১৯৬৪-৬৯)। তিনি ১৯৮৪ সালে নাইট উপাধি লাভ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sir John Page: Loyal Conservative backbencher known for his trenchant views, The Independent 20 November 2008
  2. "UK General Election results October 1959"Richard Kimber's political science resources। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা