জন ডেভিড জ্যাকসন

মার্কিন পদার্থবিজ্ঞানী

জন ডেভিড জ্যাকসন একজন কানাডীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।

জন ডেভিড জ্যাকসন
Jackson autographing a copy of his classical electrodynamics textbook
জন্ম (1925-01-19) ১৯ জানুয়ারি ১৯২৫ (বয়স ৯৯)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পুরস্কারসম্মানসূচক ডিএসসি, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও, ১৯৮৯
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি
ডক্টরাল উপদেষ্টাVictor Frederick Weisskopf
ডক্টরেট শিক্ষার্থীGordon L. Kane
Chris Quigg

জীবনী সম্পাদনা

জ্যাকসন ১৯২৫ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৪৯ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫০ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ম্যাকগিল বিশ্ববিদ্যালয় এর গণিতের সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন। ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন এর পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৯২ সাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর পদার্থবিজ্ঞান এর অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৯৩ সাল থেকে এই বিভাগের অধ্যাপক ইমেরিটাস হিসেবে নিযুক্ত হন। ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। [১][২]

তথ্যসূত্র সম্পাদনা