জন চালমার্স ডিকস্টা

মার্কিন শল্যচিকিংসক

জন চালমার্স ডিকস্টা (১৮৬৩-১৯৩৩) একজন মার্কিন শল্যচিকিৎসক ও চিকিৎসক ছিলেন।

জন চালমার্স ডিকস্টা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৬৩-১১-১৫)১৫ নভেম্বর ১৮৬৩
ওয়াশিংটন ডিসি
মৃত্যু১৬ মে ১৯৩৩(1933-05-16) (বয়স ৬৯)
ফিলাডেলফিয়া
জাতীয়তামার্কিন

জীবন সম্পাদনা

তিনি ১৮৬৩ সালের ১৫ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন।[১]

মার্কিন গৃহযুদ্ধের পর, তার পরিবার ফিলাডেলফিয়ায় চলে যায় এবং শল্যচিকিৎসার প্রতি জন চালমার্সের আগ্রহ শুরু হয়।[১] তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে দুই বছর রসায়ন অধ্যয়ন করেন, এবং তারপর জেফারসন মেডিকেল কলেজে যোগ দেন, ১৮৮৫ সালে স্নাতক হন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Peters, Madalyn G.; Berger, Adam C. (মার্চ ১, ২০১৩)। "John Chalmers DaCosta (1863–1933): Restoration of the Old Operating Table": 232–234। আইএসএসএন 0003-1348ডিওআই:10.1177/000313481307900318 পিএমআইডি 23461945 
  2. "10 Notable Jefferson Alumni of the Past : John Chalmers DaCosta"Thomas Jefferson University - Center City Archives & Special Collections |। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১১ 

বহিঃসংযোগ সম্পাদনা