জন কেন্ড্রেও

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী

জন কেন্ড্রেও একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। তিনি ১৯৬২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জন কেন্ড্রেও
জন কেন্ড্রেও
জন্ম(১৯১৭-০৩-২৪)২৪ মার্চ ১৯১৭
মৃত্যু২৩ আগস্ট ১৯৯৭(1997-08-23) (বয়স ৮০)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণHeme-containing proteins
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৬২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রক্রিস্টালোগ্রাফি
প্রতিষ্ঠানসমূহরয়েল এয়ারফোর্স
ডক্টরাল উপদেষ্টাম্যাক্স ফার্দিনান্দ পেরুতয

কেন্ড্রেও অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়য় এর ট্রিনিটি কলেজ থেকে রসায়নে শিক্ষা সম্পন্ন করেন।

সম্মাননা

সম্পাদনা
  • কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি

তথ্যসূত্র

সম্পাদনা