জন আস্থা জাতীয় সাপ্তাহিকী

জন আস্থা জাতীয় সাপ্তাহিক নেপালে প্রকাশিত একটি সাপ্তাহিক ট্যাবলয়েড[১] সারা দেশে সাপ্তাহিকীর মধ্যে জন আস্থার সবচেয়ে বেশি প্রচলন রয়েছে এবং এটি নেপালের প্রিন্ট মিডিয়ার ৮০ শতাংশ [২] ধারণ করে, এটি নেপালি সরকারের অডিট ব্যুরো অফ সার্কুলেশন (এবিসি) দ্বারা অনুমোদিত পত্রিকা। এর সম্পাদক কিশোর শ্রেষ্ঠ এছাড়াও প্রেস কাউন্সিল নেপালের বর্তমান চেয়ারম্যান হিসাবে সম্পাদকদের প্রতিনিধিত্ব করেছেন, যা প্রেস কাউন্সিলের ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের (ডাব্লুএপিসি) সক্রিয় সদস্য। স্বৈরতান্ত্রিক পঞ্চায়েত শাসনামলে তাঁকে দু'বার জেল দেওয়া হয়েছিল। শ্রেষ্ঠ মিডিয়া সেক্টরে ৩২ বছর ধরে কাজ করেছেন, যেখানে তিনি জন আস্থায় রয়েছেন ২২ বছরেরও বেশি।

জন আস্থা জাতীয় সাপ্তাহিকী
ধরনসাপ্তাহিক
ফরম্যাটপ্রিন্ট, অনলাইন
মালিকআস্থা প্রকাশন প্রাইভেট লিমিটেড
প্রতিষ্ঠাকাল১৯৯৩; ৩১ বছর আগে (1993)
রাজনৈতিক মতাদর্শস্বাধীন
ভাষানেপালি
ওয়েবসাইটhttp://janaaasthanews.com.np/

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jana Aastha National Weekly Epaper"epaperslist.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০ 
  2. "Jana Aastha National Weekly"newspapers-list.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট