জন আউগুস্তুস সেড

লেখক

জন আউগুস্তুস সেড (১৮৫৯ – ১৯২৮) তিনি ছিলেন আমেরিকান লেখক এবং অধ্যাপক। ১৯২৮ সালে তিনি "সল্ট ফ্রম মাই অ্যাটিক" লিখেছিলেন

একটা জাহাজ ডকে থাকলে দারুণ লাগে দেখতে। নিশ্চিন্তও থাকা যায়। অন্তত ডুববে না। কিন্তু মাথায় রেখো, জাহাজটা সেইজন্য তৈরি হয়নি।

উক্তি সম্পাদনা

  •  আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।
  • একটা জাহাজ ডকে থাকলে দারুণ লাগে দেখতে। নিশ্চিন্তও থাকা যায়। অন্তত ডুববে না। কিন্তু মাথায় রেখো, জাহাজটা সেইজন্য তৈরি হয়নি। 
  • তুমি শার্টের প্রথম বোতামটি লাগাতে যদি ভুল কর তবে সঠিকভাবে বোতাম লাগানো আর সম্ভব হবে না । - জন এ শেড।
  • He who thanks but with the lips, thanks but in part; the full, the true thanksgiving comes from the heart.
    • Salt from My Attic (1928), The Mosher Press, Portland, Maine; cited in The Yale Book of Quotations (2006) ed. Fred R. Shapiro, p. 705; there are numerous variants of this expression.

বহিঃসংযোগ সম্পাদনা