জন্মদিনে (কাব্যগ্রন্থ)

জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২] এটি ১৯৪১ সালে প্রকাশিত হয়।[১] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[১]

জন্মদিনে-রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতার তালিকা সম্পাদনা

  • অপরাহ্নে এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে
  • আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি
  • আরবার ফিরে এল উৎসবের দিন
  • করিয়াছি বাণীর সাধনা
  • কাল প্রাতে মোর জন্মদিনে
  • কালের প্রবল আর্বতে প্রতিহত
  • জটিল সংসার
  • জন্মবাসের ঘটে
  • জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে
  • জীবনের আশি বর্ষে প্রবেশিনু যবে
  • তোমাদের জানি, তবু তোমরা যে দূরের মানুষ
  • দামামা ঐ বাজে
  • নদীর পালিত এই জীবন আমার
  • নানা দুঃখে চিত্তের বিক্ষেপে
  • পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে
  • পোড়া বাড়ি, শূন্য দালান
  • ফুলদানি হতে একে একে
  • বয়স আমার বুঝি হয়তো তখন হবে বারো
  • বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে
  • বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
  • বিশ্বধরণীর এই বিপুল কুলায়
  • মনে পড়ে, শৈলতটে তোমাদের নিভৃত কুটির
  • মনে ভাবিতেছি, যেন অসংখ্য ভাষার শব্দরাজি
  • মোর চেতনায়
  • রক্তমাখা দন্তপংক্তি হিংস্র সংগ্রামের
  • সেদিন আমার জন্মদিন
  • সেই পুরাতন কালে ইতিহাস যবে
  • সিংহাসনতলচ্ছায়ে দূরে দূরদূরান্তে
  • সৃষ্টিলীলাপ্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া
  • সংযোজন[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৬ 
  3. জন্মদিনে – রবীন্দ্র রচনাবলী

বহিঃসংযোগ সম্পাদনা