জনন কোষের টিউমার বা বীজ কোষের টিউমার হচ্ছে জনন কোষ থেকে উদ্ভূত নিওপ্লাজম বা টিউমার। এ ধরনের টিউমার ক্যান্সারধর্মী বা বেনাইন হতে পারে। সাধারণ প্রজনন গ্রন্থিতে (ডিম্বাশয়[১]শুক্রাশয়) এ ধরনের টিউমার হয়। যে সকল জনন কোষের টিউমার জননাঙ্গের বাইরে সৃষ্টি হয় সেগুলো ভ্রুণীয় বিকাশের সময় ত্রুটির কারণে সৃষ্ট জন্মগত ত্রুটির কারণে হতে পারে।

জনন কোষের টিউমার
প্রচলিত জনন কোষের টিউমার সেমিনোমার অণুবীক্ষণচিত্র
বিশেষত্বক্যান্সারবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

টিউমারের অবস্থান সম্পাদনা

নাম অনুসারে এ ধরনের টিউমার ডিম্বাশয়শুক্রাশয় ছাড়াও শরীরের অন্যান্য স্থানেও হতে পারে।

উত্তর আমেরিকায় ডিম্বাশয়ের টিউমারের প্রায় ৩০% জনন কোষের টিউমার প্রকৃতির তবে এর মধ্যে ১ থেকে ৩% ডিম্বাশয়ের ক্যান্সার। বয়স্ক মহিলাদের তুলনায় অল্প বয়স্ক মহিলাদের মধ্যে জনন কোষের টিউমারের হার বেশি। ২১ বয়সের কমবয়সী মহিলাদের ক্ষেত্রে ৬০% ডিম্বাশয়ের টিউমার-ই জনন কোষের টিউমার আর এর এক তৃতীয়াংশ ম্যালিগন্যান্ট। পুরুষের ক্ষেত্রে সচারচর বয়ঃসন্ধির পরে শুক্রাশয়ে জনন কোষের টিউমার দেখা যায় এবং তা ম্যালিগন্যান্ট (শুক্রাশয়ের ক্যান্সার)। নবজাতক, শিশু, ও ৪ বছরের কমবয়সী শিশুদের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত জনন কোষের টিউমার হচ্ছে সার্কোকক্কিজিয়াল টেরাটোমা।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান