ছোস-ক্যি-র্গ্যাল-পো

ছোস-ক্যি-র্গ্যাল-পো (ওয়াইলি: chos kyi rgyal po) (১৬০৫-১৬৪৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) ষোড়শ প্রধান ছিলেন।

ছোস-ক্যি-র্গ্যাল-পো

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ছোস-ক্যি-র্গ্যাল-পো ১৬০৫ খ্রিষ্টাব্দে তিব্বতের লোং-পো-স্তোদ-পা (ওয়াইলি: long po stod pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্শে-থার-দোন-গ্রুব (ওয়াইলি: tshe thar don grub) এবং মাতার নাম ছিল র্গ্যাল-মো (ওয়াইলি: rgyal mo)। চার বছর বয়সে তাকে ম্থোং-বা-দোন-ল্দান (ওয়াইলি: mthong ba don ldan) নামক তৃতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। আট বছর বয়সে তাকে ব্ক্রা-শিস-ছোস-লুং (ওয়াইলি: bkra shis chos lung) বৌদ্ধবিহারে নিয়ে যাওয়া হয়। সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: sangs rgyas 'byung gnas) নামক দ্বিতীয় ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। ১৬২০ খ্রিষ্টাব্দে সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস মৃত্যুবরণ করলে তিনি মাত্র সতেরো বছর বয়সে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) ষোড়শ প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় তিনি এই বিহারের প্রধান উপাসনাস্থলে একটি সোনার মৈত্রেয় মূর্তি নির্মাণ করান। ১৬২৫ খ্রিষ্টাব্দে তিনি মধ্য তিব্বত যাত্রা করলে দুই বছরের জন্য এই বিহারের অন্তর্বর্তী প্রাধান হিসেবে তার মধ্যম ভ্রাতা ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো (ওয়াইলি: gag dbang phrin las bzang po) নামক চতুর্থ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা দায়িত্ব গ্রহণ করেন। ১৬২৫ খ্রিষ্টাব্দে চতুর্থ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন এবং লাম-রিম-ছেন-মো ও অন্যান্য বিষয় সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। বেরি অঞ্চলের বোন ধর্মাবলম্বী রাজা ঐ অঞ্চল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বৌদ্ধবিহারগুলি ধ্বংস করা শুরু করলে ছোস-ক্যি-র্গ্যাল-পো মঙ্গোল নেতা গুশ্রী খানের শরণাপন্ন হন। ১৬৩৯ খ্রিষ্টাব্দে গুশ্রী খান বেরি রাজ্য ধ্বংস করে খাম্স অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুদের ছোস-ক্যি-র্গ্যাল-পোকে মেনে চলার আদেশ জারী করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (জুন ২০১০)। "The Fourth Pakpa Lha, Chokyi Gyelpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১০ 
পূর্বসূরী
ম্থোং-বা-দোন-ল্দান
ছোস-ক্যি-র্গ্যাল-পো
চতুর্থ 'ফাগ্স-পা-ল্হা
উত্তরসূরী
র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো
পূর্বসূরী
সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস
ছোস-ক্যি-র্গ্যাল-পো
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের ষোড়শ প্রধান
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো